সংক্ষিপ্ত
Yashasvi Jaiswal: চলতি আইপিএল-এ (IPL 2025) ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। এরই মধ্যে তিনি দলবদল করলেন।
Yashasvi Jaiswal: চলতি আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলছেন। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে দলবদল করলেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। বুধবার মুম্বই (Mumbai Cricket Association) ছেড়ে গোয়ায় (Goa Cricket Association) যোগ দিলেন যশস্বী। তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate) পেয়ে গিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে মুুম্বইয়ের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে নজর কেড়ে নেন যশস্বী। এরপর আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলে তিনি তারকা হয়ে ওঠেন। জাতীয় দলের হয়ে টেস্ট, টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরেও ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন যশস্বী। গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন তিনি।
গোয়ার অধিনায়ক হচ্ছেন যশস্বী
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বুধবারই দলবদল করার জন্য আবেদন জানান যশস্বী। এক ঘণ্টার মধ্যেই তাঁকে এনওসি দেওয়া হয়। গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যশস্বীকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব গ্রহণ করেন যশস্বী। মুম্বইয়ে থাকলে তাঁর পক্ষে অধিনায়ক হওয়া সম্ভব হত না। কারণ, অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) মতো তারকা ক্রিকেটাররা আছেন। রঞ্জি ট্রফিতে অধিনায়কত্ব করতে চান বলেই মুম্বই ছেড়ে গোয়া দলে যোগ দিলেন যশস্বী।
উড়ান ধরার আগে ই-মেল যশস্বীর!
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে এনওসি চেয়ে ই-মেল করার সময় রাজস্থান রয়্যালসের সতীর্থদের সঙ্গে গুয়াহাটিতে ছিলেন যশস্বী। তিনি দলের সবার সঙ্গে চণ্ডীগড়ের উড়ান ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার আইপিএল-এর পরবর্তী ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচের জন্যই চণ্ডীগড়ের উড়ান ধরেন যশস্বীরা। এই তরুণ ব্যাটার উড়ান ধরার আগেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে ই-মেলের জবাব পেয়ে যান। যশস্বীর দলবদল নিয়ে কোনও সমস্যা হয়নি। ফলে তাঁকে এবার গোয়ার হয়ে খেলতে দেখা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।