সংক্ষিপ্ত
এবারের রঞ্জি ট্রফিতে ভালো জায়গায় থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বাংলা। অ্যাওয়ে ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেলে কিছুটা উন্নতি হবে বাংলার।
সরাসরি জয় পাওয়া কঠিন। তবে রঞ্জি ট্রফিতে অ্যাওয়ে ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে অন্তত ৩ পয়েন্ট পেতে চলেছে বাংলা। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের শেষে কর্ণাটকের চেয়ে ২০৭ রানে এগিয়ে বাংলা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ১২৭। ২৫ রান করে অপরাজিত সুদীপ কুমার ঘরামি। ১২ রান করে অপরাজিত শাহবাজ আহমেদ। ওপেনার শুভম দে করেছেন ৩০ রান। অপর ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় করেন ৪৮ রান। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার মাত্র ৫ রান করেই আউট হয়ে গিয়েছেন। শনিবার ম্যাচের শেষ দিন সকালে রান বাড়িয়ে নেওয়ার পর কর্ণাটককে দ্বিতীয় ইনিংসে অলআউট করার চেষ্টা করবে বাংলা দল। তবে কর্ণাটককে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামানোর আগে ৩ পয়েন্ট নিশ্চিত করাই বাংলার লক্ষ্য।
ঈশান পোড়েলের অসামান্য বোলিং
শুক্রবার ২২১ রানে কর্ণাটকের প্রথম ইনিংস শেষ হয়। ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন ঈশান পোড়েল। ৬৫ রান দিয়ে ৩ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সোয়াল। ৪৬ রান দিয়ে ২ উইকেট নেন ঋষভ বিবেক। কর্ণাটকের হয়ে সর্বাধিক ৫৫ রান করেন অভিনব মনোহর। বিদ্যাধর পাতিল করেন ৩৩ রান। শ্রেয়াস গোপাল করেন ২৮ রান। স্মরণ রবিচন্দ্রন করেন ২৬ রান। ওপেনার কিষান বিদারে করেন ২৩ রান। অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল করেন ১৭ রান।
প্রথম ইনিংসে ৩০১ রান বাংলার
এই ম্যাচের প্রথম ইনিংসে ৩০১ রান করে বাংলা। অনুষ্টুপ করেন ১০১ রান। শাহবাজ করেন ৫৯ রান। সুদীপ করেন ৫৫ রান। কর্ণাটকের হয়ে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন ভি কৌশিক। ৮৭ রান দিয়ে ৩ উইকেট নেন শ্রেয়াস। ৬২ রান দিয়ে ২ উইকেট নেন অভিলাষ শেট্টি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বোলারদের দাপটে চাপে কর্ণাটক, চলতি রঞ্জি ট্রফিতে প্রথম জয়ের খোঁজে বাংলা
আইপিএল নিলামের আগে রঞ্জি ট্রফিতে ২২৮ বলে ২৩৩, কেকেআর ম্যানেজমেন্টকে জবাব শ্রেয়াসের
জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি, রঞ্জি ট্রফিতে অনন্য রেকর্ড জলজ সাক্সেনার