Ranji Trophy 2025: শনিবার থেকে এই ম্যাচ শুরু হয়েছে। দ্বিতীয় দিনের শেষে, বাংলার স্কোর ৯ উইকেট হারিয়ে ৩৩৬ রান। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা। আর প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলা।
Ranji Trophy 2025: রঞ্জি ট্রফির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে, আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে ত্রিপুরার মুখোমুখি হয়েছে বাংলা (bengal vs tripura ranji trophy live)। শনিবার থেকে এই ম্যাচ শুরু হয়েছে। দ্বিতীয় দিনের শেষে, বাংলার স্কোর ৯ উইকেট হারিয়ে ৩৩৬ রান (bengal vs tripura live score)।
সুদীপ কুমার ঘরামি ১০৮ রানের অনবদ্য ইনিংস উপহার দেন
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা। আর প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলা। ওপেনার সুদীপ কুমার ঘরামি ১০৮ রানের অনবদ্য ইনিংস উপহার দেন। তবে হতাশ করলেন কাজী সাইফি। খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে হাল ধরেন শাকির হাবিব গান্ধী। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৯৫ রান।
অপরদিকে, অনুষ্টুপ মজুমদারের ঝুলিতে ৬ রান, অধিনায়ক অভিষেক পোড়েল করেন মাত্র ১১ রান, সুমন্ত গুপ্তর ঝুলিতে ৫ রান এবং রাহুল হরি প্রসাদ ৩৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। কিন্তু মহম্মদ কাইফ কোনও রান করতে পারেননি।
শাহবাজ আহমেদ ৪০ রানে অপরাজিত রয়েছেন
মহম্মদ শামি করেন ৫ রান। এদিকে ত্রিপুরার হয়ে ৩টি উইকেট পেয়েছেন রানা দত্ত। ২টি করে উইকেট পেয়েছেন বিক্রমকুমার দাস এবং দলের অধিনায়ক মণিশঙ্কর মুরাসিং। তাছাড়া ১টি করে উইকেট পেয়েছেন অভিজিৎ কুমার সরকার এবং স্বপ্নিল সিং।
তবে পরপর দুটি ম্যাচ জিতে, আত্মবিশ্বাসের দিক দিয়ে অনেকটাই এগিয়ে থেকে শুরু করেছে বাংলা। বাকিটা উত্তর দেবে সময়। আপাতত দ্বিতীয় দিনের শেষে, বাংলার স্কোর ৯ উইকেট হারিয়ে ৩৩৬ রান। ক্রিজে শাহবাজ আহমেদ ৪০ রানে এবং ঈশান পোড়েল শূন্য রানে অপরাজিত রয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।