Ranji Trophy 2025: টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় মহারাষ্ট্র। এই মরশুমে মুম্বাই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলতে আসা পৃথ্বী শ-কে চতুর্থ বলেই শূন্য রানে ফিরিয়ে দেন নিধীশ।
Ranji Trophy 2025: রঞ্জি ট্রফিতে কেরালার বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে মহারাষ্ট্র (ranji trophy 2025 schedule)। প্রথম দিনের খেলা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্র পাঁচ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। ৩৫ রানে রুতুরাজ গায়কোয়াড় এবং ২৯ রানে জলজ সাক্সেনা ক্রিজে অপরাজিত আছেন (Ranji Trophy Kerala vs Maharashtra Live)।
তবে কোনও রান না করেই ৩ উইকেট, পাঁচ রানে ৪ উইকেট এবং ১৮ রানে ৫ উইকেট হারিয়ে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে মহারাষ্ট্র। রুতুরাজ-জলজ সাক্সেনা জুটি দলকে ৫০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করেন। এদিকে কেরালার হয়ে নিধীশ এম ডি তিনটি এবং এন পি বাসিল দুটি উইকেট নিয়েছেন।
ধাক্কা খেল মহারাষ্ট্র
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় মহারাষ্ট্র। এই মরশুমে মুম্বাই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলতে আসা পৃথ্বী শ-কে চতুর্থ বলেই শূন্য রানে ফিরিয়ে দেন নিধীশ। পরের বলেই আরশিন কুলকার্নিকে ফিরিয়ে দিয়ে জোড়া ধাক্কা দেন নিধীশ। পরের ওভারে এন পি বাসিল সিদ্ধেশ বীরকে গোল্ডেন ডাকে আউট করলে, স্কোরবোর্ডে কোনও রান তোলার আগেই মহারাষ্ট্র ৩ উইকেট হারায়।
এরপর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে, অধিনায়ক অঙ্কিত বাভনে আউট হয়ে যাওয়ার পর, মহারাষ্ট্রের স্কোর দাঁড়ায় পাঁচ রানে ৪ উইকেট। অন্যদিকে, রুতুরাজ এবং সৌরভ নাভালে মহারাষ্ট্রকে দুই অঙ্কের রানে পৌঁছে দিলেও, নাভালেকে (১২) আউট করে দিয়ে নিধীশ ১৮ রানে ৫ উইকেট হারিয়ে করুণ অবস্থায় ফেলে দেন।
ত্রাতা হয়ে উঠলেন সাক্সেনা
গত মরশুম পর্যন্ত, কেরালার অন্যতম ব্যাটার জলজ সাক্সেনা এবার দল বদলেও সেই ত্রাতার ভূমিকাতেই অবতীর্ণ হলেন। রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে মহারাষ্ট্রকে বড়সড় ব্যাটিং বিপর্যয় থেকে টেনে তুললেন তিনি।
২৪ রান করে আপাতত ক্রিজে আছেন, যা কেরালার জন্য উদ্বেগের কারণ। কেরালার হয়ে নিধীশ এম ডি ১৩ রানে তিনটি এবং এন পি বাসিল ৩১ রানে দুটি উইকেট নিয়েছেন। এর আগে টস জিতে কেরালা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে দলে সঞ্জু স্যামসনও কেরালার প্রথম একাদশে রয়েছেন।
মহারাষ্ট্রর প্রথম একাদশ: অঙ্কিত বাভনে (অধিনায়ক), পৃথ্বী শ, আরশিন কুলকার্নি, এস এ বীর, রুতুরাজ গায়কোয়াড়, সৌরভ নাভালে, জলজ সাক্সেনা, ভিকি ওটসওয়াল, রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরী, রজনীশ গুরবানি।
কেরালার প্রথম একাদশঃ অক্ষয়, রোহন, বাবা অপরাজিত, সঞ্জু স্যামসন, শচীন বেবি, সালমান নিসার, মহম্মদ আজহারউদ্দিন, অঙ্কিত শর্মা, এম ডি নিধীশ, নেদুমণকুঝি বাসিল, ইডেন অ্যাপল টম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


