রানের দৌড়ে তিনটি ম্যাচে ২২৭ রান করে ইংল্যান্ডের বেন ডাকেট এগিয়ে থাকলেও, ২26 রান নিয়ে রাচিন রবীন্দ্র খুব কাছেই আছেন। ২17 রান নিয়ে রুটের পরে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। কার হাতে উঠবে ট্রফি, তা নিয়ে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হবেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে। ভারতের বিরাট কোহলি, বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন সকলেই রয়েছেন এই তালিকায়।
রানের দৌড়ে তিনটি ম্যাচে ২২৭ রান করে ইংল্যান্ডের বেন ডাকেট এগিয়ে থাকলেও, ২26 রান নিয়ে রাচিন রবীন্দ্র খুব কাছেই আছেন। ২17 রান নিয়ে রুটের পরে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। উইকেট শিকারে চারটি ম্যাচে দশটি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তার ঠিক পরেই রয়েছেন ভারতের মহম্মদ শামি, চারটি ম্যাচে আটটি উইকেট নিয়ে। দুটি ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী।
তবে এদের কেউই হয়তো ফাইনালের সেরা খেলোয়াড় হবেন না, এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তার মতে, ভারতের রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেল হতে পারেন সেরা। অক্ষর চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভেঙেছেন। পাশাপাশি ব্যাট হাতেও চার ম্যাচে ৮০ রান করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে ভারতকে বিপর্যয় থেকে বাঁচিয়েছিলেন অক্ষর ও শ্রেয়স আইয়ারের জুটি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে অক্ষর প্রায়ই ভারতীয় মিডল অর্ডারে ভরসা দেন।
অন্যদিকে রবীন্দ্র জাদেজা চার ম্যাচে মাত্র চারটি উইকেট পেলেও, রানের গতি কমিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পেরেছেন। যদিও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। চার ম্যাচে একটি নটআউট সহ মাত্র ১৮ রান করেছেন জাদেজা। এখন দেখার বিষয়, এই দুজনের মধ্যে কেউ ফাইনালের সেরা হন কিনা, সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


