RCB vs SRH Live Updates: এদিন আইপিএল-এর গ্রুপ পর্যায়ের লড়াই। মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ (RCB vs SRH 2025)। জিতবে কে?

RCB vs SRH Live Updates: আইপিএলে (IPL 2025 News), গ্রুপ পর্যায়ের লড়াইতে শুক্রবার সন্ধ্যায়, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad)।

সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিল বেঙ্গালুরু

Scroll to load tweet…

যদিও ইতিমধ্যেই প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে বেঙ্গালুরু (RCB vs SRH 2025)। উল্টোদিকে আবার হায়দ্রাবাদ আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। স্বাভাবিকভাবেই, নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু আইপিএল পয়েন্টস টেবিলে সবার উপরে থাকতে গেলে আবার এই ম্যাচে জয় পেতে চাইবে আরসিবি (RCB vs SRH 2025 Dream 11 prediction)।

ফলে, এদিনের ম্যাচে অবশ্যই বিরাট কোহলি, টিম ডেভিড, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং লুঙ্গি এনগিডির দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে, হায়দ্রাবাদ নিজেদের শেষ ম্যাচে আবার জয়ে পেয়েছে (RCB vs SRH Live score)। 

Scroll to load tweet…

অতএব, শুক্রবারের ম্যাচে অবশ্যই হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির দিকেও চোখ রাখতেই হচ্ছে (RCB vs SRH live update)।

অন্যদিকে, এদিন বেঙ্গালুরুর হয়ে অধিনায়কত্ব করবেন জীতেশ শর্মা। এটিই তাঁর আরসিবি-র হয়ে প্রথম ক্যাপ্টেন্সি। 

দুটি দলের প্রথম একাদশে কারা খেলছেন? 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, জীতেশ শর্মা (অধিনায়ক-উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, লুঙ্গি এনগিডি, সুয়শ শর্মা

ইমপ্যাক্ট সাবঃ রজত পাতিদার, রাসিখ দার সালাম, জ্যাকন বেথেল, মনোজ ভান্ডাগে, স্বপ্নিল সিং

Scroll to load tweet…

সানরাইজার্স হায়দ্রাবাদঃ অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, ঈশান মালিঙ্গা

ইমপ্যাক্ট সাবঃ মহম্মদ শামি, হর্ষ দুবে, শচিন বেবি, জীশান আনসারি, সিমারজিৎ সিং

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।