- Home
- Sports
- Cricket
- Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কারা? কতজন ভারতীয় আছেন এই তালিকায়?
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কারা? কতজন ভারতীয় আছেন এই তালিকায়?
Top earning cricketers: ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বাণিজ্য সফল দেশ ভারত। ফলে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের মধ্যে ভারতীয়রা যে থাকবেন সেটা স্বাভাবিক ঘটনা। তবে আইপিএল-এ (IPL) খেলার সুবাদে অন্য দেশের ক্রিকেটাররাও অর্থবান হয়ে উঠেছেন।

পেশাদার ক্রিকেট থেকে অবসরের এক যুগ পরেও সবচেয়ে ধনী ক্রিকেটার সচিন তেন্ডুলকর
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া কিংবদন্তির মোট সম্পত্তি ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে এখনও আয় করেন।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তি ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে রোজগার করেন। এছাড়া ব্যবসাও করেন ধোনি।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় সচিন, ধোনির পরেই আছেন বিরাট
বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ ৯২ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি বিসিসিআই-এর চুক্তি, আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুবাদে বিপুল অর্থ রোজগার করেন। এছাড়া ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও রোজগার করেন বিরাট।
সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের মোট সম্পত্তি ৭০ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি আইপিএল-এ কোচিংয়ের সঙ্গে যুক্ত। এছাড়া ধারাভাষ্যকার হিসেবেও কাজ করে চলেছেন এই প্রাক্তন ক্রিকেটার।
বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেটার ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান চার্লস লারার মোট সম্পত্তি ৬০ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি ব্যবসার পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ধারাভাষ্য দেওয়ার মাধ্যমে অর্থ রোজগার করে থাকেন।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিসও সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায়
জ্যাক কালিসের মোট সম্পত্তির পরিমাণ ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। আইপিএল-এ খেলার পাশাপাশি কোচিং, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সুবাদেই তিনি বিপুল অর্থ রোজগার করেছেন।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় সপ্তম স্থানে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল
ক্রিস গেইলের মোট সম্পত্তির পরিমাণ ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই বেশিরভাগ আয় করেন।
ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগও সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় আছেন
বীরেন্দ্র সেহওয়াগের মোট সম্পত্তি ৪০ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি স্কুল চালু করে বিপুল অর্থ রোজগার করছেন। এছাড়া ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন এই প্রাক্তন ক্রিকেটার।
বিশ্বের নবম ধনীতম ক্রিকেটার অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন
শেন ওয়াটসনের মোট সম্পত্তির পরিমাণ ৩৯ মিলিয়ন মার্কিন ডলারের। তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ছাড়াও আরও নানা কাজের সঙ্গে যুক্ত।
আইপিএল-এ খেলার সুবাদেই বিভিন্ন দেশের ক্রিকেটারদের রোজগার বেড়ে চলেছে
আইপিএল-এ খেলার সুবাদে বিভিন্ন দেশের ক্রিকেটাররা মোটা অঙ্কের অর্থ রোজগার করছেন। ফলে তাঁদের সম্পত্তির পরিমাণ বাড়ছে।

