India A vs South Africa A: চতুর্থ দিনে ১১৯ রানে ৪ উইকেট হারানোর পর, ক্রিজে নেমে ভারত এ-র হয়ে ৯০ রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক ঋষভ পন্থ।

India A vs South Africa A: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম চারদিনের টেস্টে ভারত এ তিন উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছে। ২৭৫ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, ভারত এ দলের অধিনায়ক ঋষভ পন্থ ৯০ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে জয় থেকে ১০৩ রান দূরে তিনি আউট হয়ে গেলেও, লোয়ার অর্ডারের আনশুল কাম্বোজ বেশ্লরাই করেন এবং ৩৭ রানে অপরাজিত থাকেন। মানব সুথার (২০*) এবং তানুশ কোটিয়ান (২৩)-এর লড়াই ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেয়। 

৯০ রান করা ঋষভ পন্থ ছাড়াও আয়ুষ বাদোনি ৩৪ রান করে ভারতের হয়ে বেশ ভালো লড়াই করেন। এই জয়ের ফলে, দুই ম্যাচের সিরিজে ভারত এ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং ৮ উইকেট নেওয়া তানুশ কোটিয়ান ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। 

স্কোর: দক্ষিণ আফ্রিকা এ ৩০৯ ও ১৯৯, ভারত এ ২৩৪ ও ২৭৭/৭।

চতুর্থ দিনে ১১৯ রানে ৪ উইকেট হারানোর পর, ক্রিজে নেমে ভারত এ-র হয়ে ৯০ রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক ঋষভ পন্থ। আয়ুষ বাদোনির সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন তিনি। কিন্তু ভারতের স্কোর যখন ১৭২, তখন পন্থের আউট হওয়াটা বড় ধাক্কা হয়ে যায় দলের জন্য। ১১৩ বলে ১১টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৯০ রান করা ঋষভ পন্থকে প্যাভিলিয়নে ফেরান টিয়ান ভ্যান। 

তারপরেই ৩৪ রান করা আয়ুষ বাদোনিকেও ভুরেন আউট করে দিলে ভারত কিছুটা চাপে পড়ে যায়।

ত্রাতা হয়ে উঠলেন লোয়ার অর্ডার

তানুশ কোটিয়ান ২৩ রান করে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও, জয় থেকে ৬০ রান দূরে সিম্পালার বলে আউট হয়ে যান তিনি। কিন্তু অষ্টম উইকেটে আনশুল কাম্বোজ এবং মানব সুথার জুটি বেঁধে অষ্টম উইকেটে ৬২ রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৪৬ বলে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে আনশুল কাম্বোজ ৩৭ রানে অপরাজিত থাকেন। মানব সুথার ৫৬ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। 

সাই সুদর্শন (১২), দেবদত্ত পাডিক্কাল (৫), আয়ুষ মাত্রে (৬), এবং রজত পাতিদার (২৮)-এর উইকেট ভারত তৃতীয় দিনেই হারিয়েছিল। ২৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ভারত এ ৩২-৩ স্কোরে শেষ হয়ে গেলেও, রজত পাতিদার (২৮) এবং ঋষভ পন্থ ৮৭ রানের জুটি গড়ে দলকে সামাল দেন। দক্ষিণ আফ্রিকা এ-র হয়ে শেপো মোরেকি দুটি এবং টিয়ান ভ্যান ভুরেন তিনটি উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।