সংক্ষিপ্ত

দুটি ইনিংসেই অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ।

প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডের বলে স্কুপ করতে গিয়ে নাথান লিয়নের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এবং মাত্র ২৮ রান করেন। ক্রিজে থিতু হওয়ার আগেই নিজের উইকেট হারান। দ্বিতীয় ইনিংসে পন্থের উইকেট হারানোর পর অনেকেই হতাশ হয়ে পড়েন। পরের ইনিংসে ৩০ রানে ক্রিজে থাকাকালীন ট্র্যাভিস হেডের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন। তবে ভারতের কাছে ড্র করার সুযোগ ছিল। আর এরপরেই ভারতের ব্যাটিং-এ ভাঙন ধরতে শুরু করে। মাত্র ৩৪ রানের মধ্যে পন্থ সহ বাকি ছয় উইকেট হারায় ভারত।

এবার ঋষভ পন্থের আউট হওয়া নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের কথায়, ''এটা এমনিই হয়ে গেছে। এই নিয়ে পরে আর কোনও আলোচনা হয়নি। ম্যাচ হারার হতাশা এখনও আছে আমাদের সবার। তবে বলব, পরিস্থিতি কী তা পন্থকে বুঝতে হবে। এটা তাঁকে নতুন করে আর বলে দিতে হবে না। আগেও এভাবে খেলেই রান করেছে। দলকে জয়ও এনে দিয়েছে।''

রোহিত  বলছেন, ''কখনও কখনও পন্থের খেলার ধরণকে সমর্থন করতে হবে। তবে পরিকল্পনা মাফিক কাজ না হলে সবাই হতাশ হবেই। কখনও সে পরিকল্পনা সফল হবে, কখনও হবে না। ও এভাবে খেলে অনেক জয় এনে দিয়েছে। তাই এভাবে খেলতে নেই, এটা বলা যাবে না। তবে কাজ করার সঠিক উপায় কী, তা ওকে খুঁজে বের করতে হবে। ম্যাচের কিছু পরিস্থিতিতে উইকেট হারানোর সম্ভাবনা থাকে। তখন ঝুঁকি নেওয়ার চেষ্টা করা একেবারেই উচিত নয়।''

বক্সিং ডে টেস্টে ভারত মেলবোর্নে ১৮৪ রানে হেরেছে। ৩৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নেমে ১৫৫ রানে অলআউট হয়ে যায় তারা। জয়সওয়াল ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরার। অজিদের হয়ে প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নেন। নাথান দুটি উইকেট পান। 

এই জয়ের ফলে, পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিরা ২-১ ব্যবধানে এগিয়ে। এখন শুধু সিডনিতে একটি ম্যাচ বাকি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।