India vs Australia Series 2025: শারীরিক ফিটনেস বজায় রাখতে জিমে অনেক বেশি সময় কাটান রোহিত এবং প্রতিদিন দুই ঘণ্টা করে ব্যাটিং অনুশীলনও করেন বলে জানা যাচ্ছে।
India vs Australia Series 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রোহিত শর্মার বিশেষ অনুশীলন চলছে (india vs australia series 2025)। বিসিসিআই-এর তৈরি এই বিশ্বমানের সেন্টার অফ এক্সেলেন্সে টানা এক সপ্তাহ ধরে রোহিত কঠোর অনুশীলন করছেন বলে খবর (ind vs aus odi squad 2025)।
ফাস্ট বোলারদের বিরুদ্ধেই ছিল রোহিতের ব্যাটিং অনুশীলন
শারীরিক ফিটনেস বজায় রাখতে জিমে অনেক বেশি সময় কাটান রোহিত এবং প্রতিদিন দুই ঘণ্টা করে ব্যাটিং অনুশীলনও করেন বলে জানা যাচ্ছে। অস্ট্রেলিয়ার পরিস্থিতি মাথায় রেখেই মূলত, ফাস্ট বোলারদের বিরুদ্ধেই ছিল রোহিতের ব্যাটিং অনুশীলন।
তবে বোলারদের পাশাপাশি থ্রোডাউন বিশেষজ্ঞদের বলও মোকাবিলা করেন রোহিত। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে। এই সিরিজে শুভমান গিল ভারতকে নেতৃত্ব দেবেন। ওদিকে ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখেই রোহিতকে সরিয়ে বিসিসিআই আবার গিলকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক করে দিয়েছে।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
অধিনায়কত্ব থেকে সরানো হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে ওপেনার হিসেবে রোহিতকে রাখা হয়েছে। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই মনে করে যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন এবং কয়েক মাসের মধ্যেই তারা হয়ত অবসর ঘোষণা করবেন অথবা দল থেকে বাদ পড়বেন।
সেই রিপোর্টে আরও বলা হয়েছে, রোহিতকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়ক করার মাধ্যমে নির্বাচকদের দেওয়া বার্তাটি একেবারে স্পষ্ট। সেটা হল, “হয় ভালো পারফর্ম করো, নাহলে বেরিয়ে যাও।"
কয়েক সপ্তাহ আগেই প্রধান নির্বাচক অজিত আগরকার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর গিলের অধিনায়কত্ব নিয়ে পরিকল্পনা তৈরি করে ফেলেছিলেন। ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক হিসেবে গিলের সাফল্যের পর, তারা তাদের সিদ্ধান্ত আরও পাকা করেন এবং অবশেষে বিসিসিআই-এর শীর্ষ কর্তারাও তাতে সম্মতি দেন।


