India vs Australia: অভিষেককে এবার একদিনের দলে সুযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কেএল রাহুল প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে দলে থাকলেও, ব্যাটিং অর্ডারে যেকোনও পজিশনে খেলতে পারার দক্ষতার কারণেই সঞ্জুকে ভাবা হচ্ছে বলে খবর। 

India vs Australia: টি-টোয়েন্টি দলে জায়গা পাকা করার পর, এবার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা কি এবার ভারতের একদিনের দলেও সুযোগ পেতে চলেছেন? চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত, এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে। রিপোর্ট অনুযায়ী, ১৯, ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা ওডিআই সিরিজের জন্য নির্বাচকরা ভারতের তারকা সঞ্জু স্যামসন এবং ওপেনার অভিষেক শর্মাকে বিবেচনা করতে পারেন। 

অভিষেককে এবার একদিনের দলে সুযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কেএল রাহুল প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে দলে থাকলেও, ব্যাটিং অর্ডারে যেকোনও পজিশনে খেলতে পারার দক্ষতার কারণেই সঞ্জুকে ভাবা হচ্ছে বলে খবর। তাছাড়া কিপার হিসেবেও সঞ্জু নিজের দক্ষতা প্রমাণ করেছেন। গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ খেলা একদিনের ম্যাচে সঞ্জু সেঞ্চুরি করেন। 

কিন্তু তারপর থেকে তাঁকে আর একদিনের দলে বিবেচনা করা হয়নি।

রোহিত ও কোহলির জন্য গুরুত্বপূর্ণ

টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি দলে ফিরবেন বলে খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি কোহলি এবং রোহিতের শেষ সিরিজ হতে পারে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, এই সিরিজই আন্তর্জাতিক ক্রিকেটে তদের দুজনের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও সূত্রের খবর।

লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকলেও একদিনের দলের মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের জায়গা প্রায় নিশ্চিত। অন্যদিকে, চোট সারিয়ে মহম্মদ শামিও দলে ফিরতে পারেন বলে ইঙ্গিত রয়েছে। তবে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

সহ-অধিনায়ক শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং এবং হর্ষিত রানাও একদিনের দলে থাকবেন। এই সিরিজের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও খেলবে ভারত। সেখানেও সঞ্জুর জায়গা সম্ভবত নিশ্চিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।