মুম্বইয়ে নিজের পাইলেটস স্টুডিও চালু করলেন মেয়ে, গর্বিত সচিন তেন্ডুলকর
Sara Tendulkar: কয়েকদিন আগেই ভাই অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) বাগদান সেরে নিয়েছেন। এরই মধ্যে নিজের স্বপ্নের প্রকল্প চালু করলেন সারা তেন্ডুলকর। ছেলে-মেয়ের জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

মুম্বইয়ে নিজের পাইলেটস স্টুডিও চালু করলেন মেয়ে সারা, উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর
সারা তেন্ডুলকরের পাইলেটস স্টুডিও
মুম্বইয়ে নিজের পাইলেটস স্টুডিও চালু করলেন সারা তেন্ডুলকর। শুক্রবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মেয়ের স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হওয়ার ছবি শেয়ার করেছেন গর্বিত পিতা সচিন তেন্ডুলকর। দীর্ঘদিন ধরে পাইলেটস স্টুডিও চালু করার স্বপ্ন ছিল সারার। এবার তাঁর সেই স্বপ্নপূরণ হল। মেয়ের পাইলেটস স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে সচিনের পাশাপাশি ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর। তাঁরা দু'জনেই মেয়ের জন্য গর্বিত।
KNOW
মেয়ে যা করতে চেয়েছে সেই লক্ষ্য পূরণ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বার্তা সচিনের
মেয়ের সাফল্যে খুশি সচিন
মেয়ে সারা তেন্ডুলকর নিজের পাইলেটস স্টুডিও চালু করার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘বাবা-মা হিসেবে আপনারা সবাই সবসময় আশা করেন, আপনার সন্তান এমন কিছু খুঁজে পাবে যা করতে সে সত্যিই ভালোবাসে। সারাকে পাইলেটস স্টুডিও খুলতে দেখে আমার সেরকমই মনে হচ্ছে। আমার হৃদয় পূর্ণ হয়ে গিয়েছে। ও কঠোর পরিশ্রম ও বিশ্বাসের মাধ্যমে এই সাফল্য পেয়েছে। ও পরপর ইট সাজিয়ে নিজের পাইলেটস স্টুডিও গড়ে তুলেছে।’
পাইলেটস স্টুডিও চালু করার যে উদ্দেশ্য, সারা তা পূরণ করতে পারবেন বলে আশায় সচিন
মেয়ের প্রকল্প নিয়ে আশাবাদী সচিন
মেয়ে সারা তেন্ডুলকরের পাইলেটস স্টুডিও নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘আমাদের জীবনে পুষ্টি ও শরীরচর্চা সবসময় গুরুত্বপূর্ণ। ও এটা এগিয়ে নিয়ে যাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। ও নিজেই এটা করতে পেরেছে। সারা, আমরা এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। তোমার এই যাত্রার জন্য অভিনন্দন। তুমি এগিয়ে চলো।’
শরীরচর্চার এক বিশেষ ধরন পাইলেটস, এখন তার উপর জোর দিচ্ছেন বহু মানুষ
পাইলেটস কী?
পাইলেটস স্টুডিও এমন এক জায়গা যেখানে যে কেউ গিয়ে পাইলেটস অনুশীলন করতে পারেন। পাইলেটস হল এমন এক শরীরচর্চার ধরন, যার মাধ্যমে শারীরিক শক্তি, প্রতিবর্ত ক্রিয়া বৃদ্ধি হয়, বসা বা দাঁড়ানোর ধরন ঠিক হয়, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখা যায়। সারা তেন্ডুলকরের পাইলেটস স্টুডিওতে সব ধরনের ব্যবস্থাই আছে। প্রশিক্ষিত ব্যক্তিরা থাকবেন। যাঁরা সারার পাইলেটস স্টুডিওতে যাবেন, তাঁরা সব ধরনের সুবিধা পাবেন।
কোনওদিন পেশাদার খেলোয়াড় না হলেও, বরাবরই ফিটনেস সচেতন সারা তেন্ডুলকর
ফিটনেস-সচেতন সারা
বাবা সচিন তেন্ডুলকর কিংবদন্তি ক্রিকেটার। ভাই অর্জুন তেন্ডুলকরও ক্রিকেটার। তবে সারা কোনওদিনই পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার চেষ্টা করেননি। তিনি আলাদা পথে হেঁটেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার পর্যটনের প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন। এরই মধ্যে নিজের পাইলেটস স্টুডিও চালু করলেন সারা। তিনি সাফল্যের বিষয়ে আশাবাদী।
বাবা সচিন তেন্ডুলকর সবসময় স্বাধীনতা দিয়েছেন বলেই নিজের কাজে সফল সারা
স্বাধীনভাবে বেড়ে উঠেছেন সারা
সারা তেন্ডুলকর জানিয়েছেন, বাবা সচিন তেন্ডুলকর তাঁকে সবসময় স্বাধীনতা দিয়েছেন। এই কারণেই তিনি নিজের মতো করে বড় হয়ে উঠতে পেরেছেন। বন্ধুদের সঙ্গে প্রায়ই বিভিন্ন জায়গায় বেড়াতে যান সারা। তিনি অস্ট্রেলিয়াতেও বেড়াতে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় অত্যন্ত জনপ্রিয় সচিন। তাঁর মেয়েও অস্ট্রেলিয়ায় জনপ্রিয়।

