সংক্ষিপ্ত
মুস্তাক আলী ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে খারাপ বোলিংয়ের রেকর্ডে শার্দূল ঠাকুরের নাম।
আইপিএল মেগা নিলামে কোনও দল না পাওয়া ভারতীয় মিডিয়াম পেসার শার্দূল ঠাকুরের জন্য ভীষণই লজ্জাজনক অভিজ্ঞতা সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-টোয়েন্টি ক্রিকেটে। কেরালার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে বোলিং করে চার ওভারে ৬৯ রান দেন শার্দূল। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিংয়ের রেকর্ডের সমান হয়ে গেল তার। কয়েকদিন আগেই হরিয়ানার বিরুদ্ধে ৬৯ রান দিয়েছিলেন অরুণাচল প্রদেশের বোলার রমেশ রাহুল।
ম্যাচে কেরালার মিডল অর্ডার ব্যাটসম্যান সলমান নিজারের ব্যাটের তেজে পুড়লেন মুম্বাইয়ের পেসার শার্দূল ঠাকুর। কেরালার ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে অধিনায়ক এবং বিস্ফোরক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে আউট করে ভালো শুরু করেছিলেন শার্দূল। বাউন্ডারি হাঁকানোর পরেই সঞ্জুকে এজ করিয়ে উইকেটে বল পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচ এগোনোর সাথে সাথে রান দিতে থাকেন শরদুল। শেষ পর্যন্ত বড় লজ্জার মুখে পড়তে হয় তাকে।
কেরালার ইনিংসের ২০তম ওভারে সলমন নিজার শরদুল ঠাকুরকে তিনটি ছক্কা এবং একটি চার মারেন। এর ফলে তার চার ওভারে মাত্র একটি উইকেট নিয়ে ৬৯ রান দিতে হয়। ১৭.২৫ ছিল তার ইকোনমি। ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা বা আইপিএল অভিজ্ঞতা কোনওটাই কাজে আসেনি শরদুলের। অন্যদিকে, শরদুল ঠাকুরের বিরুদ্ধে ইনিংসের শেষ বলে ছক্কা মেরে কেরালাকে ২৩৫ রানে পৌঁছে দেন সালমান নিজার। তার ব্যক্তিগত স্কোর অপরাজিত ৯৯।
আরও পড়ুন: মুম্বাইকে উড়িয়ে দিল কেরালা; ৪৩ রানে জয়, নিধীশ এমডির চার উইকেট, সালমান নিজার নায়ক
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।