Shikhar Dhawan: স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। তিনি নতুন বান্ধবী সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে সম্পর্ক একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

DID YOU
KNOW
?
ছেলের জন্য দুঃখিত ধাওয়ান
শিখর ধাওয়ান একাধিকবার জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তাঁকে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এর জন্য তিনি কষ্ট পাচ্ছেন।

Shikhar Dhawan-Sophie Shine Engagement: বান্ধবী সোফি শাইনের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণা করেছেন তিনি। গোলাপের মাধ্যমে হৃদয়ের আকৃতির এক ফুলের তোড়ার সামনে তাঁর হাতের উপর বান্ধবীর হাতের ছবি পোস্ট করেছেন ধাওয়ান। সেই ফুলের তোড়ার উপর লেখা, 'দ্য বিগিনিং অফ ফরএভার'। যার বাংলা করলে হয়, 'চিরদিনের জন্য শুরু।' এই প্রাক্তন ক্রিকেটার আরও লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এই ভালোবাসা এবং আমাদের বাগদান উপলক্ষে সবার শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। আমরা চিরকালের জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি- শিখর ও সোফি।’ জাতীয় দলে ধাওয়ানের প্রাক্তন সতীর্থ যুজবেন্দ্র চাহাল-সহ ৬৯,৩০০ জনেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই পোস্ট লাইক করেছেন। এখনও পর্যন্ত ১,২৩৩ জন এই পোস্টে কমেন্ট করেছেন।

বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ধাওয়ান-শাইন

২০১২ সালে আয়েষা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শাইনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। গত বছরের ১ মে প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেন শাইন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দু'জনের একসঙ্গে তোলা ছবি পোস্ট করেন। এই ছবির সঙ্গে তিনি লেখেন, আমার ভালোবাসা।' এর সঙ্গে হার্ট ইমোজিও দেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন স্বয়ং ধাওয়ান

View post on Instagram

একসঙ্গে দেখা যাচ্ছে ধাওয়ান-শাইনকে

গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) চলাকালীন দুবাইয়ে (Dubai) ধাওয়ান ও শাইনকে একসঙ্গে দেখা যায়। তাঁরা একসঙ্গে মিডিয়া কনক্লেভেও হাজির হন। সেখানে এই প্রাক্তন ক্রিকেটার নতুন সম্পর্কের ইঙ্গিত দেন। এবার তিনি সরকারিভাবে বাগদানের কথা ঘোষণা করলেন। তবে তাঁরা কবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও কিছু জানাননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।