'দেশের হয়ে খেলেছি এটাই সবচেয়ে বড় কথা,' অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শিখর ধাওয়ান
- FB
- TW
- Linkdin
৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের
ভারতীয় দলের হয়ে ক্রিকেটের সব ফর্ম্যাটেই সাফল্য পেয়েছেন এমন খেলোয়াড় খুব কমই আছেন। তাঁদের অন্যতম শিখর ধাওয়ান। শনিবার এই ক্রিকেটার অবসর ঘোষণা করেছেন।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আর না খেললেও, আইপিএল-এ খেলতে পারেন শিখর ধাওয়ান
আইপিএল থেকে এখনও অবসরের কথা ঘোষণা করেননি শিখর ধাওয়ান। ফলে ২০২৫ সালের আইপিএল-এও তাঁকে খেলতে দেখা যেতে পারে।
১২ বছর ধরে সাফল্যের সঙ্গে ভারতীয় দলের হয়ে খেলার পর অবসর ঘোষণা শিখর ধাওয়ানের
২০১০ থেকে ২০২২ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন শিখর ধাওয়ান। এই তারকা ব্যাটার ৩৪টি টেস্ট ম্যাচ, ১৬৭টি ওডিআই এবং ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন।
দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান বলেছেন, ‘আমি নিজেকে বোঝাতাম, ফের দেশের হয়ে খেলার সুযোগ পাব না বলে দুঃখ পাওয়ার কিছু নেই। দেশের হয়ে খেলেছি, এর জন্য খুশি হওয়া উচিত। আমি দেশের হয়ে খেলেছি, এটাই সবচেয়ে বড় কথা।’
দেশের হয়ে খেলার স্বপ্নপূরণ করতে পারায় তৃপ্ত বলে জানিয়েছেন শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান জানিয়েছেন, ‘দেশের হয়ে খেলারই আমার একমাত্র স্বপ্ন ছিল। আমি সেই স্বপ্নপূরণ করতে পেরেছি। অনেকে আমার এই যাত্রায় অবদান রেখেছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার পরিবার, ছোটবেলার কোচ প্রয়াত তারক সিনহা ও মদন শর্মা আমাকে খেলা শিখিয়েছেন।’
অবসর ঘোষণার সময় সব সতীর্থ ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান বলেছেন, ‘দলের যাঁদের সঙ্গে আমি দীর্ঘদিন খেলেছি, তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমি দলের মাধ্যমে আরও এক পরিবার, নাম, খ্যাতি, অনুরাগীদের ভালোবাসা পেয়েছি।’
অবসর ঘোষণার মুহূর্তে মন খারাপ হলেও, ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে যেতে চাইছেন শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান বলেছেন, ‘আমার জীবনের এই অধ্যায় শেষ হচ্ছে। আমাকে এগিয়ে যেতে হবে। আমি ঠিক সেটাই করছি। আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই ও ডিডিসিএ-র প্রতি কৃতজ্ঞ।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১১ হাজার রান করেছেন অবসর নেওয়া শিখর ধাওয়ান
ভারতীয় দলের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে ২৬৯ ম্যাচ খেলে ১০,৮৬৭ রান করেছেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটে ২৪টি শতরান এবং ৪৪টি অর্ধশতরান করেছেন এই তারকা ব্যাটার।
২০২২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচই শিখর ধাওয়ানের শেষ আন্তর্জাতিক ম্যাচ
টেস্ট, টি-২০ ফর্ম্যাটের তুলনায় ওডিআই ফর্ম্যাটে বেশি সাফল্য পেয়েছেন শিখর ধাওয়ান। ওপেনার হিসেবে তিনি দুর্দান্ত সফল।
২০১৩ সালে অভিষেক টেস্টে দ্রুততম শতরান করার রেকর্ড গড়েন শিখর ধাওয়ান
২০১৩ সালের ১৬ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচের তৃতীয় দিন ৮৫ বলে শতরান পূর্ণ করেন শিখর ধাওয়ান। তিনি অভিষেক টেস্টে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন।
পরপর ২ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করেন শিখর ধাওয়ান
২০১৩ ও ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক স্কোরার হন শিখর ধাওয়ান। ২০১৩ সালে চ্যাম্পিয়ন এবং ২০১৭ সালে রানার্স হয় ভারতীয় দল।
ক্রিকেট মহলে শিখর ধাওয়ান অনেক নামে পরিচিত, তাঁর অন্যতম হল 'মিস্টার আইসিসি'
ভারতীয় দলের হয়ে আইসিসি টুর্নামেন্টগুলিতেই সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল শিখর ধাওয়ানের। এই কারণে তাঁকে 'মিস্টার আইসিসি' বলে ডাকা হত।