Shreyas Iyer: আইপিএলে কার্যত, রেকর্ড গড়ে ফেলেছেন শ্রেয়স আইয়ার। দিল্লী এবং কলকাতার পর পঞ্জাবকে প্লে-অফে তুলেছেন তিনি।
Shreyas Iyer: অধিনায়ক হিসেবে তিনটি আলাদা আলাদা দলকে আইপিএল-এর প্লে-অফে তুলতে পারেননি আর কেউ। কিন্তু পেরেছেন শ্রেয়স। আইপিএলে কার্যত, রেকর্ড গড়ে ফেলেছেন শ্রেয়স আইয়ার। দিল্লী এবং কলকাতার পর পঞ্জাবকে প্লে-অফে তুলেছেন তিনি।
গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করলেও খোদ অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখেনি কেকেআর। এবার পাঞ্জাবের অধিনায়ক হিসেবেও যথেষ্ট সফল তিনি। এবার তাই শ্রেয়স আইয়ারের পাশে দাঁড়িয়ে কেকেআরকে নিশানা করেছেন নাইটদের প্রাক্তন ব্যাটার রবিন উথাপ্পা।

তবে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর, এবার যে পরিমাণ টাকা শ্রেয়স চেয়েছিলেন তা আসলে দিতে রাজি হয়নি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ঠিক সেই কারণেই, নিলামে ওঠেন তিনি। উথাপ্পার মতে, কেকেআর কোনওদিনই শ্রেয়সের প্রাপ্য সম্মান দেয়নি। উথাপ্পার কথায়, “শ্রেয়স বরাবরই একজন দুর্দান্ত অধিনায়ক। কেকেআরকে ও যা সাফল্য এনে দিয়েছে, তার প্রাপ্য সম্মান ওকে কিন্তু দেওয়া হয়নি। ঠিক সেই কারণেই ও কেকেআর ছেড়েছে। শ্রেয়স একদমই ঠিক কাজ করেছে। ও এমন একটা দলে গেছে, যারা কোনওদিন আইপিএল জিততেই পারেনি। তাদের নিয়েও শ্রেয়স সফল হচ্ছে। তার থেকেই বোঝা যাচ্ছে যে, ও কত ভালো একজন অধিনায়ক।”

প্রসঙ্গত, ২০১৪ সালে কেকেআর-এর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল এই রবিন উথাপ্পার। সেইবার ১৬ ম্যাচে ৬৬০ রান করেছিলেন উথাপ্পা এবং স্ট্রাইক রেট ছিল ১৩৭.৭৮। মোট পাঁচটি অর্ধশতরান করেছিলেন তিনি। এমনকি, অরেঞ্জ ক্যাপও জেতেন তিনি। কেকেআরকে চ্যাম্পিয়ন করা সেই উথাপ্পাও এবার তাঁর পুরনো দলের ম্যানেজমেন্টের সমালোচনা শুরু করে দিলেন।
এদিকে শ্রেয়সই আইপিএলে প্রথম, যিনি অধিনায়ক হিসেবে তিনটি আলাদা আলদা দলকে প্লে-অফে তুলেছেন। গত ২০১৯ এবং ২০২০ সালে, তিনি ছিলেন দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক। সেই দুবারই প্লে-অফে উঠেছিল দিল্লী। শুধু তাই নয়, ২০২০ সালে ফাইনালও খেলেছিল তারা। তারপর আবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হন শ্রেয়স এবং গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেন তিনিই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে


