Shubman Gill Century: জশ টংয়ের বলে মারলেন কভার ড্রাইভ। বল বাউন্ডারি লাইন ছুঁতেই হেলমেট খুলে দৌড় শুরু শুভমানের।
Shubman Gill Century: সত্যিই যেন ২২ গজে হুঙ্কার দিলেন শুভমান। আর দূরে দাঁড়িয়ে তার সাক্ষী থাকলেন জো রুট এবং বেন স্টোকসরা। যে ইংল্যান্ডের মাটিতে এর আগের চারটি টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন তিনি। ঠিক সেই ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়েই, অধিনায়ক হিসেবে প্রথম ইনিংস খেলতে নেমে করলেন দুরন্ত সেঞ্চুরি। কার্যত, দাপট দেখালেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক।
শতরান করে বুঝিয়ে দিলেন, তিনি আসলে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান। প্রথম দিনের শেষেও অপরাজিত আছেন। আর এই শতরানের সুবাদেই শুভমান ঢুকে পড়লেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলির সঙ্গে একই সারিতে। কারণ, এর আগে একমাত্র এই তিন ভারতীয় অধিনায়কউ প্রথম টেস্টে শতরান করেছিলেন।
কোন নতুন রেকর্ড গড়লেন শুভমান?
সবার প্রথম ১৯৫১ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেন বিজয় হাজারে। তারপর ১৯৭৬ সালে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৬ রান করেছিলেন গাভাস্কার। তখন তিনি ছিলেন দলের অধিনায়ক। তারপর ২০১৪ সালে, অস্ট্রেলিয়া সিরিজ়ের মাঝপথে মহেন্দ্র সিংহ ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর অধিনায়ক করা হয় বরাত কোহলিকে। প্রথম টেস্টে নেমেই তিনি ১১৫ রান করেছিলেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন শুভমান।
হেডিংলেতে নামার আগে শুভমান বলেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি না থাকলেও কোনও চিন্তা নেই। তারা জয়ের জন্যই মাঠে নামবেন। তবে টসে হেরে ব্যাট করতে নেমে লড়াই চালিয়ে গেলেন ব্যাটাররা বল স্যুইং করা শুরু করল। বেশ কিছু বল আবার ব্যাট ঘেঁষেও বেরোল।
মধ্যাহ্নভোজের বিরতির পর, ব্যাট করতে নামেন শুভমান। তাঁকে দেখে মনে হল, নেটে যেন ইতিমধ্যেই দুই ঘণ্টা ব্যাট করে ফেলেছেন। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করেন তিনি। এমনকি, বড় শট খেলতেও একদম ভয় পাননি তিনি। নেমেই ৫০ রান করেন মাত্র ৫৫ বলে। মনে হচ্ছিল যেন টেস্ট নয়, আসলে টি-২০ খেলছেন। পেসার থেকে স্পিনার, কারও সামনেই সেইভাবে সমস্যায় পড়তে হয়নি শুভমানকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

