MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Shubman Gill: সামনে দুটো ইনিংস! সামনে এক ভারতীয় এবং বহু কিংবদন্তি, কতজনকে টপকাতে পারবেন শুভমান?

Shubman Gill: সামনে দুটো ইনিংস! সামনে এক ভারতীয় এবং বহু কিংবদন্তি, কতজনকে টপকাতে পারবেন শুভমান?

Shubman Gill: শেষ ওভাল টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করতে গেলে, এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর সেই একটি ম্যাচেই ভারতীয় অধিনায়ক ভেঙে দিতে পারেন একাধিক রেকর্ড। 

3 Min read
Subhankar Das
Published : Jul 30 2025, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
চলতি সিরিজ়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
Image Credit : Getty

চলতি সিরিজ়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

অনবদ্য ব্যাটিং-এ ভর করে তিনি একের পর এক নজির গড়ে চলেছেন। এটি তাঁর অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ। আর সেই সিরিজের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার, ওভাল টেস্টে খেলতে নামবে ভারত। ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত ৭২২ রান করেছেন শুভমান। কোনও একটি টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করা ব্যাটরদের তালিকায় এই মুহূর্তে ২৬ নম্বরে রয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে তাঁর সামনে আছেন একমাত্র সুনীল গাভাসকার। সেই ১৯৭০-৭১ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি টেস্টে ৭৭৪ রান করেন তিনি। কোনও একটি টেস্ট সিরিজ়ে ভারতীয়দের মধ্যে এটাই সর্বাধিক রান এখনও অবধি।

27
আর কাকে কাকে টপকাতে পারেন শুভমান?
Image Credit : bcci

আর কাকে কাকে টপকাতে পারেন শুভমান?

শুভমানের ঠিক আগেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স। ১৯৬৬ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধেই ৭২২ রান করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি অলরাউন্ডার। পাঁচ ম্যাচের ৮ ইনিংসে ৭২২ রান করেছিলেন তিনি। সেই সিরিজ়ে তিনটি শতরান পেয়েছিলেন সোবার্স। সর্বোচ্চ রান ছিল ১৭৪ এবং গড় ১০৩.১৪। তালিকায় সোবার্সের ঠিক উপরেই ২৩ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জর্জ ফকনার। ১৯১০-১১ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ৭৩২ রান করেন তিনি। সেই ২৩ নম্বরেই রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার। ১৯৮৫ সালে অ্যাশেজ় সিরিজে মোট ৬টি ম্যাচে ৭৩২ রান করেছিলেন তিনি। তাদেরকে টপকে যাওয়ার সম্ভবনা রয়েছে শুভমানের কাছে। 

Related Articles

Related image1
Shubman Gill: অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই চারটি সেঞ্চুরি শুভমান গিলের, নয়া রেকর্ড
Related image2
Shubman Gill: রাজা চার্লসের সঙ্গে কী কথা হল শুভমন গিলের? খোলসা করলেন ক্যাপ্টেন
37
শুভমানের ঠিক আগে ভারতীয় তারকা সুনীল গাভাসকার রয়েছেন ২৩ নম্বরে
Image Credit : X/@BCCI

শুভমানের ঠিক আগে ভারতীয় তারকা সুনীল গাভাসকার রয়েছেন ২৩ নম্বরে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৭৮-৭৯ মরশুমে তিনি ৭৩২ রান করেন। ২২ নম্বরে আছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার হার্বার্ট শাটক্লিফ। ১৯২৪-২৫ মরশুমের অ্যাশেজ় সিরিএ ৭৩৪ রান করেছিলেন তিনি। এরপর ২১ নম্বরে রয়েছেন বর্তমান ইংল্যান্ড দলের ব্যাটার জো রুট। গত ২০২১-২২ মরশুমে ভারতেরই বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ৭৩৭ রান করেন রুট। ২০ নম্বরে আছেন গ্রাহাম গুচ। ১৯৯০ সালে মাত্র তিন ম্যাচে ৭৫২ রান করেন ডানহাতি এই ইংরেজ ব্যাটার।  ১৯ নম্বরে ইংল্যান্ড ব্যাটার ডেনিস কম্পটন। সেই ১৯৪৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ৭৫৩ রান করেন তিনি। ১৮ নম্বরে আছেন  ডন ব্র্যাডম্যান। ১৯৩৪ সালের অ্যাশেজ় সিরিজে আটটি ইনিংস মিলিয়ে ৭৫৮ রান করেম তিনি।  এছাড়া আছেন পাকিস্তানি ব্যাটার মুদস্‌সর নজ়র। ১৯৮২-৮৩ মরশুমে ভারতের বিরুদ্ধে ৬ ম্যাচের সিরিজ়ে ৭৬১ রান করেছিলেন তিনি। ১৬ নম্বরে রয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৫ সালে, ৭৬৫ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। 

এদের সবাইকে টপকে যেতে পারেন শুভমান। 

47
অ্যালিস্টার কুক রয়েছেন ১৫ নম্বরে
Image Credit : Getty

অ্যালিস্টার কুক রয়েছেন ১৫ নম্বরে

ইংল্যান্ড ওপেনার ২০১০-১১ মরশুমের অ্যাশেজ়ে করেছিলেন ৭৬৬ রান। ২০১৪-১৫ মরশুমের বর্ডার-গাভাসকার ট্রফিতে চার ম্যাচে ৭৬৯ রান করেছিলেন তিনি।  ২৩ নম্বরের পর ১২ নম্বরেও রয়েছেন ভারতের সুনীল গাভাসকার। সেই ১৯৭০-৭১ মরশুমে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ ম্যাচে ৭৭৪ রান করেন তিনি। ১২ নম্বরেই রয়েছেন স্টিভ স্মিথও। অ্যাশেজ়ে চার ম্যাচে ৭৭৪ রান করেছিলেন তিনি। স্মিথের আগে রয়েছেন এভার্টন উইক্‌স। ভারতের বিরুদ্ধে ১৯৪৮-৪৯ মরশুমে মাত্র সাতটি ইনিংসে ৭৭৯ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটার। ১০ নম্বরে আবার ব্রায়ান লারা। ১৯৯৩-৯৪ সালে, উইজ়ডেন ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আটটি ইনিংসে ৭৯৮ রান করেছিলেন তিনি। এরপর আবার আছেন সেই ডন ব্র্যাডম্যান। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ৮০৬ এবং ৮১০ রান করেন এই কিংবদন্তি। সাত নম্বরে রয়েছেন গ্যারি সোবার্স।পাকিস্তানের বিরুদ্ধে আট ইনিংসে ৮২৪ রান করেন তিনি। ঠিক ৬ নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার ক্লিড ওয়ালকট। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২৭ রান করেছিলেন তিনি। 

স্মানের দুটি ইনিংসে বড় রান পেলে টপকে যেতে পারেন শুভমান গিল। 

57
তালিকার চার নম্বরে রয়েছেন ভিভিয়ান রিচার্ডস
Image Credit : Insta/shubmangill

তালিকার চার নম্বরে রয়েছেন ভিভিয়ান রিচার্ডস

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৬ সালের উইজ়ডেন ট্রফিতে মাত্র সাতটি ইনিংস খেলে ৮২৯ রান করেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার নিল হার্ভে। গত ১৯৫২-৫৩ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ৮৩৪ রান করেছিলেন এই অজি ব্যাটার। তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান মার্ক টেলর। গত ১৯৮৯ সালে, ৬ অ্যাশেজ় সিরিজে ১১টি ইনিংসে ৮৩৯ রান করেন তিনি। এরপর দু’নম্বরে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ওয়াল্টার হ্যামন্ড। সেই ১৯২৮-২৯ মরশুমের অ্যাশেজ় সিরিজে ৯০৫ রান করেছিলেন তিনি। এক নম্বরে আছেন সেই ডন ব্র্যাডম্যান। ১৯৩০ সালের অ্যাশেজ় সিরিজে, মাত্র সাতটি ইনিংসে ৯৭৪ রান করেছিলেন সর্বকালের এই সেরা ব্যাটার। 

শুভমান কি তাদের টপকে যেতে পারবেন?

67
এই মুহূর্তে ৭২২ রানে দাঁড়িয়ে রয়েছেন শুভমান
Image Credit : ANI

এই মুহূর্তে ৭২২ রানে দাঁড়িয়ে রয়েছেন শুভমান

অর্থাৎ, এক নম্বরে থাকা ডন ব্র্যাডম্যানের থেকে ২৫২ রানে পিছিয়ে আছেন এই তরুণ ভারতীয় ব্যাটার। 

77
ওভাল টেস্টে যদি ভারতীয় অধিনায়ক বড় রান পান
Image Credit : Getty

ওভাল টেস্টে যদি ভারতীয় অধিনায়ক বড় রান পান

তাহলে টপকে যেতে পারেন অনেককেই। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
Recommended image2
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম
Recommended image3
টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
Recommended image4
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি
Recommended image5
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা
Related Stories
Recommended image1
Shubman Gill: অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই চারটি সেঞ্চুরি শুভমান গিলের, নয়া রেকর্ড
Recommended image2
Shubman Gill: রাজা চার্লসের সঙ্গে কী কথা হল শুভমন গিলের? খোলসা করলেন ক্যাপ্টেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved