Team India: শুভমান গিল কি ভারতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হতে চলেছেন?
ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমান গিল সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই জল্পনা শুরু।
- FB
- TW
- Linkdin
)
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তানকে ব্যাক টু ব্যাক হারিয়েছে ভারত
আর সেই দলেরই সহ-অধিনায়ক তথা তরুণ ক্রিকেটার হলেন শুভমান গিল। এমনকি, প্রথম ম্যাচে তাঁর একটি দুর্দান্ত সেঞ্চুরিও আছে।
একাধিক সমালোচকদের জবাব দিয়েছেন শুভমান গিল
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শুভমান গিল জানান,
''আমি যখন মাঠে থাকি এবং বাইরে থাকি, তখন বোলারদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আবার আমি যখন মিড-অন এবং মিড-অফে থাকি, তখন রোহিত শর্মা বোলারদের সঙ্গে কথা বলার দায়িত্ব আমাকে দিয়েছেন। বোলিং পরিকল্পনা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে চাই আমরা।"
আর কী বলেছেন তিনি?
শুভমানের কথায়, ''সহ-অধিনায়কের কাজ আলাদা এবং আমার ব্যাটিং আলাদা। ব্যাটিং করার সময় আমি সহ-অধিনায়কের দায়িত্বের কথা ভাবি না। আমি যখন ব্যাটিং করি, তখন একজন ব্যাটসম্যান হিসেবে চিন্তা করি এবং আমার দলের জন্য সেরাটা করে যেতে চাই। সহ-অধিনায়ক থাকি বা না থাকি, আমি যেভাবে ব্যাটিং করতে চাই, সেইভাবেই করব।''
রোহিত শর্মার সঙ্গে ওপেনিং নিয়ে তিনি বলেন,
''রোহিত শর্মা আকাশে বল উড়িয়ে দেন। কিন্তু আমি মাটি বরাবর খেলতে ভালোবাসি। শুরুতে রোহিত শর্মা খেলাটা নিজের হাতে নেন। কখনও কখনও আমিও খেলাটা নিজের হাতে নিই। এটাই আমাদের জুটির বিশেষত্ব।''
উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজের আগে শুভমান গিলকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল
এরপর থেকে তাঁর দক্ষতা আরও বেড়েছে।
গত কয়েকটি ম্যাচে তিনি দুটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করেছেন
মাঠে খেলোয়াড়দের সঙ্গে পরবর্তী পরিকল্পনা নিয়েও আলোচনা করে থাকেন।
বলা চলে, গৌতম গম্ভীরের পছন্দের তালিকাতেও তিনি আছেন
ফলে, রোহিত শর্মার পর ওয়ানডেতে শুভমান গিল ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন বলেই মনে করছেন অনেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।