Smriti Mandhana Wedding: বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার মান্ধানা নিজেই জানিয়েছেন সেই বাগ্দানের কথা।
Smriti Mandhana Wedding: বিয়ে করতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা। প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পরেই জানা যায় যে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মান্ধানা (smriti mandhana wedding update)। আপাতত তিনি বাগ্দান সেরে ফেলেছেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে। সামনেই দুজনের বিয়ে (smriti mandhana wedding news)।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মান্ধানা
বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার মান্ধানা নিজেই জানিয়েছেন সেই বাগ্দানের কথা। চার সতীর্থের সঙ্গে নেচে সেই খবর দিয়েছেন তিনি। তারপরেই মান্ধানাকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন স্মৃতি। সেখানে দেখা যাচ্ছে, জিমে ঢুকছেন মান্ধানা। এরপর প্রথমে জেমাইমা রদ্রিগেজ় এসে তাঁকে জিজ্ঞাসা করছেন, “ভাই, হয়েছে তো?" বলিউডের লগে রহো মুন্না ভাই সিনেমার একটি গানের মধ্যে রয়েছে সেই কথা। এরপর গানের কথার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তারা। তারপর একে একে রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং অরুন্ধতী রেড্ডিও এসে সেই একই কথা জিজ্ঞাসা করছেন স্মৃতি মান্ধানাকে। শেষে মান্ধানা সয়াইকে জানান, “ধরে নাও, হয়ে গেছে।"
শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পাশাপাশি সতীর্থদেরও তৈরি হয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। নাচের শেষে বাগ্দানের আংটিও দেখিয়েছেন স্মৃতি। অপরদিকে, স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলেরকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে লেখা আছে, আগামী ২৩ নভেম্বর বিয়ের তারিখ। তাদের ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন মোদী নিজে। তাদের আশীর্বাদও করেছেন দেশনায়ক। তবে বিয়েতে মোদী নিজে উপস্থিত থাকবেন কি না, সেই বিষয়ে কোনও কথা চিঠিতে লেখা নেই।
তবে বিশ্বকাপ জয়ের পরেই, বিয়ে করতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা। উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পরেই জানা যায় যে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মান্ধানা। তিনি বাগ্দান সেরে ফেলেছেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে। সামনেই দুজনের বিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

