Sourav Ganguly: শুক্রবার সমস্ত রাজ্যের ক্রিকেট সংস্থাগুলির পক্ষ থেকে প্রতিনিধিদের নাম বিসিসিআই-এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি, সিএবি সৌরভের নাম সেখানে জানিয়েও দিয়েছে।

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নয়া দায়িত্বে। রবিবারই কার্যত, নিশ্চিত হয়ে যাচ্ছে যে, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য সিএবি-র সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ, বিরোধী পক্ষের কারও মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে (cab president sourav ganguly)। এখনও পর্যন্ত সেটাই খবর (sourav ganguly news update)। 

নির্বাচন কবে সিএবি-তে?

প্রসঙ্গত, আগামী ২২ সেপ্টেম্বর বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা তথা সিএবি-র বার্ষিক সাধারণ সভা। আর সেইদিনই নির্বাচন রয়েছে সিএবি-তে। তাই রবিবার, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। জানা গেছে, সৌরভ এবং তাঁর প্যানেল সেইদিনই মনোনয়ন জমা দেবেন। 

তবে বিরোধীদের তরফ থেকে যদি কেউ নির্বাচনে না দাঁড়ান, তাহলে রীতিমতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে সিএবি-র তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন মহারাজ। 

বাংলার ক্রিকেটের সিংহাসনে মহারাজ?

কারণ, শুক্রবার সমস্ত রাজ্যের ক্রিকেট সংস্থাগুলির পক্ষ থেকে প্রতিনিধিদের নাম বিসিসিআই-এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি, সিএবি সৌরভের নাম সেখানে জানিয়েও দিয়েছে। ফলে, শুক্রবারই প্রায় নিশ্চিত হয়ে গেছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেটের সিংহাসনে বসতে চলেছেন।

তবে তাঁর প্যানেল নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। কারণ, সচিব হিসেবে সঞ্জয় দাস এবং বাবলু কোলের নাম ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, বাবলু এর আগেও সিএবি-র সচিব ছিলেন। তাছাড়া জাতীয় ক্রীড়া আইন এখনও যেহেতু কার্যকর করা হয়নি, তাই লোধা নিয়ম মেনেই নির্বাচন আয়োজন করছে সিএবি। সেই নিয়ম অনুযায়ী, এখনও এক বছরের কাছাকাছি তিনি সিএবি-র পদে থাকতে পারবেন। 

সেক্ষেত্রে আবার বাবলু কোলে সচিব হলে সঞ্জয় দাস কোষাধ্যক্ষ হতে পারেন বলে খবর। সঙ্গে তাঁকে যুগ্ম সচিবের পদও দেওয়া হতে পারে। ওদিকে আবার সহ-সভাপতি পদের সম্ভাব্য তালিকায় অনু দত্ত, প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষ এবং আইএফএ-র প্রাক্তন কর্তা সুব্রত দত্তর নামও আছে। 

শুধু তাই নয়, কোষাধ্যক্ষ পদে আসার ক্ষেত্রে বেলগাছিয়া ক্লাবের কর্তা সুব্রত সাহার নামও আছে। শ্রীমন্ত মল্লিক নামে আরেকজনের নামও ঘুরপাক খাচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।