সংক্ষিপ্ত

SRH vs DC Live Updates: আইপিএল-এর দশম ম্যাচে মুখোমুখি হায়দ্রাবাদ বনাম দিল্লী। 

SRH vs DC Live Updates: মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলে (IPL 2025) রবিবারের দুপুরে বিশাখাপত্তনমে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লী ক্যাপিটালস (Sunrisers Hyderabad vs Delhi Capitals)। আর সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে, ১৬৩ রান তুলল হায়দ্রাবাদ (SRH vs DC 2025)। 

 

 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু ইনিংসের শুরু থেকেই বিপাকে পড়ে হায়দ্রাবাদ ব্যাটিং লাইন-আপ। ওপেনার অভিষেক শর্মা ফিরে যান মাত্র ১ রানে। সেইসঙ্গে, ট্র্যাভিস হেডের সংগ্রহে মাত্র ২২ রান। তরুণ ঈশান কিষানের ঝুলিতে মাত্র ২ রান। আর নীতিশ কুমার রেড্ডি কার্যত, খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান (SRH vs DC Live score)।

ফলে, বোঝাই যাচ্ছে যে, এদিন হায়দ্রাবাদের ওপেনিং এবং মিডল অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ। আসলে ঠিক যে জায়গাটায় একটু ধরে খেলার দরকার ছিল, সেই জায়গায় কেউই দায়িত্বপূর্ণ ব্যাটিং করতে পারেননি। সেইসঙ্গে, পাওয়ার প্লে-কেও সঠিকভাবে কাজে লাগাতে পারেননি তারা। তবে অনিকেত ভার্মার প্রশংসা করতেই হয়। তিনি অনেকটা লড়াই করেন এবং খেলেন ৪১ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংস (IPL 2025 Live Updates)। 

তাঁকে যোগ্য সঙ্গত করেন হেনরিক ক্লাসেন। তিনিও চালিয়ে খেলেন এবং তাঁর সংগ্রহে ১৯ বলে ৩২ রান। অর্থাৎ, লোয়ার মিডল অর্ডার কিছুটা ভালো পারফর্ম করে। সেই সুবাদেই ১৫০ রান টপকাতে সক্ষম হয় তারা। তবে আর কেউ সেইভাবে বড় রান পাননি। ফলে, মাত্র ১৮.৪ ওভারে, ১৬৩ রানেই শেষ হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস।

অন্যদিকে, এদিন দুরন্ত বোলিং করেন দিল্লীর বোলাররা। কার্যত, বল হাতে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক, একাই নেন ৫ উইকেট। অপরদিকে ৩টি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং মোহিত শর্মার ঝুলিতে ১টি উইকেট (SRH vs DC live update)।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।