SRH vs MI Probable Playing XI: হায়দ্রাবাদে হবে জোর লড়াই। জিতবে কে (SRH vs MI)? 

SRH vs MI Probable Playing XI: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার, মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Sunrisers Hyderabad vs Mumbai Indians)। 

Scroll to load tweet…

আর সেই ম্যাচে নামার আগে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ (SRH) এবং ৬ নম্বরে রয়েছে মুম্বই (MI)। অপরদিকে নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে হায়দ্রাবাদ (IPL 2025 Live Score)। কিন্তু এই দল যথেষ্ট তারকা সমৃদ্ধ। তাই যে কোনও মুহূর্তে তারা লড়াইতে ফিরে আসতে পারে (SRH vs MI 2025 Dream 11 Prediction)। অতএব, এদিনের ম্যাচে অবশ্যই অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির দিকে নজর রাখতেই হবে (TATA IPL 2025)।

আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে, মুম্বই নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে এবং রোহিত শর্মা ফিরে এসেছেন (SRH vs MI Live Update)। যা নিঃসন্দেহে একটি ভালো দিক মুম্বই দলের জন্য। তাই বুধবারের ম্যাচে রোহিত ছাড়াও সূর্যকুমার যাদব, নমন ধীর, রায়ান রিকেলটন, তিলক ভার্মা, অধিনায়ক হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, অশ্বিনী কুমার, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্টের দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (IPL 2025 Points Table)।

Scroll to load tweet…

এদিকে জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক সহনাগরিকের। তার মাঝেই চলছে আইপিএল। তাই এদিন ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করা হবে। সেইসঙ্গে, বুধবারের ম্যাচে থাকছেন না কোনও চিয়ারলিডার এবং ফাটানো হবেনা কোনও আতসবাজি। প্রত্যেক ক্রিকেটার এবং আম্পায়াররা সবাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন বুধবারের ম্যাচে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (SRH vs MI 2025 Probable First XI)?

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য প্রথম একাদশঃ ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার-ব্যাটার), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), অভিনব মনোহর, জীশান আনসারি, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি

ইমপ্যাক্ট সাব: এশান মালিঙ্গা

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা, উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা

ইমপ্যাক্ট সাবঃ অশ্বিনী কুমার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।