IPL 2025 KL Rahul-Sanjiv Goenka: যেন একেবারে সোজাসুজি জবাব। তাও আবার ব্যাট চালিয়ে।

IPL 2025 KL Rahul-Sanjiv Goenka: গ্যালারিতে দাঁড়িয়ে সেই জবাবকে গিলছেন পুরনো দলের মালিক। আর ২২ গজে দলকে জিতিয়ে বেরিয়ে আসছেন কেএল রাহুল (KL Rahul)। অভিনব এবং অবশ্যই যোগ্য জবাব কি একেই বলে? মঙ্গলবার, আইপিএল-এর (IPL 2025) লড়াইতে মুখোমুখি হয় দিল্লী ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস (Delhi Capitals vs Lucknow Super Giants)।

Scroll to load tweet…

আর সেই ম্যাচ যেন পুরোটাই নাটকীয়। রাহুল চালালেন সোজা ব্যাটে এবং বল উড়ে গিয়ে পড়ল ঠিক সাইটস্ক্রিনের উপর। আর তখন গ্যালারিতে দাঁড়িয়ে আছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। রীতিমতো অবাক হয়ে দেখলেন তিনি। হাঁ করে দাঁড়িয়ে আছেন এবং মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে, সেই শটের তারিফ করছেন তিনি।

কিন্তু কেএল রাহুল যেন মাঠে নেমেছিলেন জবাব দিতেই। আর ঠিক সেই উপযুক্ত জবাবটাই দিলেন ব্যাট চালিয়ে। রান তাড়া করে ম্যাচ জিতলেন এবং নিজে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়লেন। আর মাঠ ছাড়ার সময় দুজনের দেখা হল। তখন গোয়েঙ্কা হ্যান্ডশেক করে আরও কিছু হয়ত বলতে চাইছিলেন। কিন্তু রাহুল শুধু হাত মিলিয়েই চলে গেলেন। মনে হল যেন, পরিষ্কার ইগনোর করলেন।

Scroll to load tweet…

ব্যাট হাতে এবং বডি ল্যাঙ্গুয়েজে যেন বুঝিয়ে দিলেন যে, গতবারের সেই অপমানের জ্বালা এখনও কিন্তু ভোলেননি তিনি। কার্যত, ঘরের মাঠের ভিআইপি বক্সে দাঁড়িয়ে নিজের দলের হার দেখলেন লখনউয়ের মালিক। ৮ উইকেটে হারল এলএসজি (DC vs LSG 2025 live)।

উল্লেখ্য, গত মরশুমে আইপিএল-এর (IPL 2025 News) একটি ম্যাচে হেরে যাওয়ার পর, মাঠে নেমে এসে তৎকালীন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক এক এল রাহুলকে রীতিমতো ভর্ৎসনা করেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আর সেই মুহূর্ত কিন্তু এখনও মনে রেখেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা (DC vs LSG 2025 highlights)।

সঙ্গে হয়ত মনে রেখেছিলেন রাহুল নিজেও। ম্যাচ শেষে পুরনো সাপোর্ট স্টাফদের সঙ্গে তখন হাসিমুখে কথা বলছিলেন তিনি। হঠাৎই তাঁর সামনে চলে আসেন গোয়েঙ্কা। মনে হল যেন, নিয়মমাফিক হাত মেলালেন রাহুল (KL Rahul Sanjiv Goenka)। দেখে বোঝা গেল, উপায় থাকলে হয়ত সেটাও এড়িয়ে যেতেন (DC vs LSG 2025)। তাই হাত মিলিয়েই সঙ্গে সঙ্গে এগিয়ে যান রাহুল। তবে গোয়েঙ্কা কিছু একটা বলার চেষ্টা করছিলেন। তাই পিছনে ঘুরে কথাও বলতে গেছিলেন তিনি (KL Rahul Sanjiv Goenka Fight)।

কিন্তু তোয়াক্কাই করলেন না রাহুল। সোজা এগিয়ে গেলেন এবং বাকিদের সঙ্গে হাত মেলালেন। হয়ত বুঝিয়ে দিলেন, সময় সবার আসে। আজ হোক বা কাল, জবাব তো দিতেই হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।