- Home
- Sports
- Cricket
- টেস্ট ক্রিকেটে বলবিন্দর সিং সান্ধুর ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন, নতুন নজির শ্রীলঙ্কার এই বোলারের
টেস্ট ক্রিকেটে বলবিন্দর সিং সান্ধুর ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন, নতুন নজির শ্রীলঙ্কার এই বোলারের
টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন শ্রীলঙ্কার পেসার মিলন রত্নায়েকে। তিনি ভারতীয় দলের প্রাক্তন পেসার বলবিন্দর সিং সান্ধুর রেকর্ড ভেঙে দিলেন। শ্রীলঙ্কার এই পেসারকে নিয়ে এখন ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তৈরি হয়েছে।
| Published : Aug 22 2024, 10:20 PM IST
- FB
- TW
- Linkdin
টেস্ট ক্রিকেটে চার দশকেরও বেশি পুরনো রেকর্ড ভেঙে দিলেন শ্রীলঙ্কার মিলন রত্নায়েকে
ভারতের প্রাক্তন মিডিয়াম পেসার বলবিন্দর সিং সান্ধুর ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন শ্রীলঙ্কার পেসার মিলন রত্নায়েকে।
টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে বলবিন্দর সিং সান্ধুর রেকর্ড ভেঙে দিলেন মিলন রত্নায়েকে
অভিষেক টেস্টে ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে সর্বাধিক ব্যক্তিগত স্কোরের রেকর্ড এতদিন বলবিন্দর সিং সান্ধুর দখলে ছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন মিলন রত্নায়েকে।
ম্যাঞ্চেস্টারে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে নতুন রেকর্ড মিলন রত্নায়েকে
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই পরিস্থিতিতে অসাধারণ ব্যাটিং করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন মিলন রত্নায়েকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৫ বলে ৭২ রান করে নতুন নজির মিলন রত্নায়েকে
১৯৮৩ সালে হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে ৭১ রান করেন বলবিন্দর সিং সান্ধু। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৭২ রান করে সান্ধুর রেকর্ড ভেঙে দিলেন মিলন রত্নায়েকে।
শ্রীলঙ্কার হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই অসাধারণ রেকর্ড মিলন রত্নায়েকের
২৮ বছর বয়সি পেসার মিলন রত্নায়েকে ম্যাঞ্চেস্টারেই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলেন। এই ম্যাচেই নতুন রেকর্ড গড়ে ফেললেন এই পেসার।
শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে মিলে বড় পার্টনারশিপ মিলন রত্নায়েকের
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে অষ্টম উইকেটে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মিলন রত্নায়েকে। তিনি দলের স্কোর ২৩৬-এ পৌঁছে দিতে সাহায্য করেন।
ধৈর্য ধরে ব্যাটিং করলেও, শোয়েব বশিরের বলে বড় শট খেলতে গিয়ে আউট মিলন রত্নায়েকে
ধৈর্য ধরে ব্যাটিং করছিলেন মিলন রত্নায়েকে। কিন্তু শোয়েব বশিরের বলে ড্রাইভ করতে গিয়ে মিড-অনে ক্রিস ওকসের হাতে ধরা পড়েন রত্নায়েকে।
৯ নম্বরে ব্যাটিং করতে নেমে অভিষেক টেস্টে শতরানের রেকর্ড হারালেন মিলন রত্নায়েকে
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত কোনও ব্যাটার অভিষেক টেস্টে ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে শতরান করতে পারেননি। এই সুযোগ হারালেন মিলন রত্নায়েকে।
অভিষেক টেস্ট ম্যাচে ভালো ব্যাটিংয়ের পর উইকেটের খোঁজে মিলন রত্নায়েকে
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত উইকেট পাননি মিলন রত্নায়েকে। ম্যাঞ্চেস্টারে ৯ ওভার বোলিং করে ৫৩ রান দিয়েছেন এই পেসার।
শ্রীলঙ্কার নবাগত পেসার মিলন রত্নায়েকের সবচেয়ে বড় সম্পদ তাঁর উচ্চতা
মিলন রত্নায়েকের উচ্চতা ৬ ফুট। এই উচ্চতা কাজে লাগিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার লক্ষ্যে এই পেসার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ে সাফল্য পেয়ে জাতীয় দলে মিলন রত্নায়েকে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০ ম্যাচ খেলে ৮১ উইকেট নেওয়ার পাশাপাশি ৬৬০ রান করেছেন মিলন রত্নায়েকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই ডান হাতে বোলিং, বাঁ হাতে ব্যাটিং করেন মিলন রত্নায়েকে
অভিষেক টেস্টে ব্যাটিংয়ে সাফল্য পাওয়ার পর আগামী দিনে আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে মিলন রত্নায়েকে।