- Home
- Sports
- Cricket
- Sachin Tendulkar: প্রথমবার ওয়াংখেড়েতে ম্যাচ দেখতে গিয়েছিলেন টিকিট ছাড়াই! গোপন তথ্য ফাঁস সচিনের
Sachin Tendulkar: প্রথমবার ওয়াংখেড়েতে ম্যাচ দেখতে গিয়েছিলেন টিকিট ছাড়াই! গোপন তথ্য ফাঁস সচিনের
- FB
- TW
- Linkdin
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূর্তি স্থাপিত হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন সচিন তেন্ডুলকর
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন করা হয়েছে। এতে বিশেষ সম্মানিত বোধ করছেন সচিন।
মুম্বইয়ের বাসিন্দা সচিন তেন্ডুলকরের কাছে ওয়াংখেড়ে স্টেডিয়াম অত্যন্ত আবেগের জায়গা
ছোটবেলা থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখেছেন, এই মাঠেই ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন, কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন সচিন তেন্ডুলকর। ফলে সচিনের হৃদয়ে ওয়াংখেড়ের জন্য বিশেষ জায়গা আছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন হওয়ার পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন সচিন তেন্ডুলকর
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সচিন তেন্ডুলকরকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন সতীর্থ যুবরাজ সিং।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমবার খেলা দেখতে যাওয়ার সময় টিকিট ছাড়াই চলে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর
সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, তিনি ১০ বছর বয়সে প্রথমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন। তাঁরা ২৫ জন ছিলেন কিন্তু ২৪টি টিকিট ছিল। তা সত্ত্বেও সবার গ্যালারিতে চলে যেতে সমস্যা হয়নি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৯৮৭ সালের ওডিআই বিশ্বকাপে বল বয় ছিলেন সচিন তেন্ডুলকর
সোশ্যাল মিডিয়া পোস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে জড়িত নানা ঘটনার স্মৃতিচারণা করেছেন সচিন তেন্ডুলকর।
সতীর্থ-সহ যাঁরা পাশে থেকেছেন তাঁদের সবাইকে এই মূর্তি উৎসর্গ করেছেন সচিন তেন্ডুলকর
সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘এই মূর্তি শুধু আমার নয়। সব নন-স্ট্রাইকার, আমার ক্রিকেট-নায়ক, সব সতীর্থ, যাঁরা আমার পাশে থেকেছেন তাঁদের সবাইকে এই মূর্তি উৎসর্গ করছি। তাঁরা না থাকলে এই যাত্রা সম্ভব হত না।’