Harjas Singh: গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2024 Under-19 Cricket World Cup) ফাইনালে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করে অস্ট্রেলিয়াকে (Australia U19) জেতান হর্জাস সিং। এবার তিনি ক্লাব ক্রিকেটেও অসাধারণ ব্যাটিং করলেন।

DID YOU
KNOW
?
হর্জাস সিংয়ের নতুন রেকর্ড
অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে ত্রিশতরান করে নতুন রেকর্ড গড়লেন হর্জাস সিং।

Harjas Singh Record: অস্ট্রেলিয়ার (Australia) ক্লাব ক্রিকেটে বিস্ফোরক ইনিংস খেললেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ ব্যাটার হর্জাস সিং। শনিবার নিউ সাউথ ওয়েলশ প্রিমিয়ার ক্রিকেট (New South Wales Premier Cricket) সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেটের (Sydney first-grade cricket) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ওয়েস্টার্ন সাবার্বস ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের (Western Suburbs District Cricket Club) হয়ে সিডনির বিরুদ্ধে প্যাটার্ন পার্কে (Pratten Park) মাত্র ১৪১ বলে ৩১৪ রান করলেন হর্জাস। তাঁর ইনিংসে ছিল ৩৫টি বাউন্ডারি ও ১৪টি বাউন্ডারি। তিনি নিউ সাউথ ওয়েলশ প্রিমিয়ার ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন। ২০ বছর বয়সি এই ব্যাটার গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2024 Under-19 Cricket World Cup) ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬৪ বলে ৫৫ রান করে অস্ট্রেলিয়াকে জেতান হর্জাস। সেই ইনিংসের মাধ্যমেই তিনি প্রথমবার সারা ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নেন। এবার তিনি নতুন ইতিহাস গড়লেন।

নতুন রেকর্ড হর্জাসের

নিউ সাউথ ওয়েলশ প্রিমিয়ার ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচে হর্জাসই সবচেয়ে বেশি রান করলেন। অস্ট্রেলিয়ান প্রিমিয়ার ফার্স্ট-গ্রেড (Australian Premier first-grade) ক্রিকেটে কোনও সীমিত ওভারের ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়লেন হর্জাস। নিউ সাউথ ওয়েলশ প্রিমিয়ার ক্রিকেটে সামগ্রিকভাবে তৃতীয় সর্বাধিক স্কোর করলেন এই তরুণ। নিউ সাউথ ওয়েলশ প্রিমিয়ার ক্রিকেট ও অস্ট্রেলিয়ান প্রিমিয়ার ফার্স্ট-গ্রেডে কোনও ইনিংসে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন হর্জাস। নিউ সাউথ ওয়েলশ প্রিমিয়ার ক্রিকেট ও অস্ট্রেলিয়ান প্রিমিয়ার ফার্স্ট-গ্রেডে কোনও ইনিংসে সবচেয়ে বেশি রান হল।

Scroll to load tweet…

বিস্ফোরক ইনিংস হর্জাসের

সিডনির বিরুদ্ধে এই ইনিংসের শুরুতে সতর্ক ছিলেন হর্জাস। তিনি ৭৪ বলে শতরান পূর্ণ করেন। পরের ৬৭ বলে ২১৪ রান করেন। এই ইনিংসের পর হর্জাস বলেছেন, ‘এই ইনিংসেই আমি সবচেয়ে ভালোভাবে শট খেলেছি। অফ-সিজনে আমি পাওয়ার-হিটিং নিয়ে অনেক পরিশ্রম করেছি। এর ফলেই আমি বিশেষ ইনিংস খেলতে পারলাম। আমি সেরা ইনিংস খেললাম।’

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।