সংক্ষিপ্ত

বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক কোনওদিনই ভাল নয়। তবে জন্মদিনে বিরাটকে বড় শংসাপত্র দিলেন গম্ভীর।

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা বিরাট কোহলি। প্রথম ম্যাচ থেকেই দলকে টানছেন প্রাক্তন অধিনায়ক। তিনি ভাল খেললে দল ভাল খেলছে এবং ম্যাচ জিতছেন। একটি ম্যাচে বিরাট বড় রান পাননি। সেই ম্যাচেই দল হেরেছে। ফলে ভারতীয় দলের ম্যাচ জেতার জন্য বিরাটের ভাল খেলা জরুরি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং তো বলেই দিয়েছেন, ভারতকে যদি টি-২০ বিশ্বকাপ জিততে হয়, তাহলে বিরাটকে ভাল খেলে যেতে হবে। এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও বিরাটের প্রশংসা করলেন। শনিবার বিরাটের জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর প্রশংসা করে গম্ভীর বললেন, 'বড় ইনিংস খেলার সময় বিরাট যেমন পরিস্থিতি অনুযায়ী ইনিংসের হাল ধরে রাখতে পারে, তেমনই আবার আক্রমণাত্মক ব্যাটিংও করতে পারে। এইভাবে ব্যাটিংয়ের ধরন বদলাতে গেলে দক্ষতা দরকার। খুব কম খেলোয়াড়েরই একসঙ্গে উইকেটে টিকে থাকা এবং আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতা আছে। কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বাবর আজমদের মধ্যে সেই ক্ষমতা নেই। বিরাটের সেই দক্ষতা আছে।'

বিরাটের প্রশংসা করে গম্ভীর আরও বলেছেন, 'এখন ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে বিরাট শুরুতে ইনিংসের হাল ধরে থাকছে এবং শেষ ১০ ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করছে। ও যৌথ দায়িত্ব পালন করছে। বাবর বা অন্য কোনও খেলোয়াড় এই ভূমিকা পালন করতে পারে না। বাবর ইনিংসের হাল ধরে রাখতে পারে না। বিরাট শুধু সেটাই করে না, ও তার চেয়েও বেশি কিছু করে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম ১০ ওভারের মধ্যে ভারতীয় দল কয়েকটি উইকেট হারিয়ে ফেলে। এরপর কে এল রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলে বিরাট। সেই সময় ধৈর্য ধরে ব্যাটিং করছিল বিরাট। এরপর যখন রাহুল আউট হয়ে যায়, তখন তখন সূর্যকুমার যাদবের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলে বিরাট। সূর্যকুমার আউট হয়ে যাওয়ার পর বিরাটই নায়ক হয়ে ওঠে।'

রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিতলেই সেমি ফাইনালে যাবে ভারতীয় দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচেও জয়ের জন্য বিরাটের দিকেই তাকিয়ে ভারত। এই প্রতিযোগিতায় অসাধারণ ফর্মে বিরাট। তিনি কিছুদিন আগেও সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন, কিন্তু এখন ফের ক্রিকেটদুনিয়ার নায়ক হয়ে উঠেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, ১৫ বছর পর ফের দলকে টি-২০ বিশ্বকাপ জেতাবেন বিরাট।

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপ মাতিয়ে দিতে পারেন কে এল রাহুল, আশাবাদী গৌতম গম্ভীর

ভারতকে যে কোনও মূল্যে সেমি ফাইনালে তুলতে চায় আইসিসি, অভিযোগ আফ্রিদির

বিরাট কোহলি ভাল খেললেই ভারতীয় দল বিশ্বকাপ জিতবে, মত রিকি পন্টিংয়ের