সংক্ষিপ্ত

রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ। সেমি ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। তারপর আর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০১৪ সালে ফাইনালে উঠেছিল ভারত। সেবার শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স হয় ভারত। এরপর ২০১৬ সালে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে হেরে যায় ভারত। এবার চ্যাম্পিয়ন হওয়ারই আশা করছেন ভারতের সমর্থকরা। তবে এখনও পর্যন্ত শেষ চারে যাওয়া নিশ্চিত হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলিদের। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতীয় দলের। সুপার ১২ গ্রুপ ২-তে এটাই ভারতের শেষ ম্যাচ। এখন গ্রুপের শীর্ষে রোহিতরাই। তবে সেমি ফাইনালে যাওয়া নিশ্চিত করতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। হেরে গেলে ছিটকে যাওয়ার আশঙ্কা থাকছে। সেই কারণে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামার আগে সতর্ক ভারতীয় শিবির। ১৯৯৯ সালে ওডিআই বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হেরে গিয়েছিল ভারত। এর জেরে সুপার সিক্স থেকেই বিদায় নিতে হয় সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের। ২৩ বছর আগের সেই ভুল আর করতে চায় না ভারতীয় দল।

এবারের টি-২০ বিশ্বকাপে কয়েকটি ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। একাধিক ম্যাচ পরিত্যক্তও হয়ে গিয়েছে। ভারত-বাংলাদেশ ম্যাচেই বৃষ্টির জন্য কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বাংলাদেশের ইনিংসে ওভার সংখ্যা কমানো হয়। শেষপর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় পায় ভারত। ফলে রবিবার মেলবোর্নে আবহাওয়া কেমন থাকবে, সেটা নিয়ে ভারতীয় শিবিরের আগ্রহ রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তি পাচ্ছে ভারতীয় দল। রবিবার মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে পুরো ২০ ওভারই ম্যাচ হওয়ার আশা রয়েছে। ভাল পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ জিতে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

এখন টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-তে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে ভারতীয় দল। ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ও বাংলাদেশ ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। রবিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। ভারত ও দক্ষিণ আফ্রিকা জিতে গেলে এই দুই দলই সেমি ফাইনালে যাবে। ভারতীয় দল না হারলেই শেষ চারে চলে যাবে। বৃষ্টির জন্য ম্যাচ যদি পরিত্যক্তও হয়ে যায়, তাহলেও ভারতের সেমি ফাইনালে যেতে বাধা নেই। কারণ, সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ৭। দক্ষিণ আফ্রিকা জিতে গেলে ৭ পয়েন্ট পাবে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে দল জিতবে, তারা ৬ পয়েন্টে শেষ করবে।

আরও পড়ুন-

স্টিভ স্মিথ, বাবর আজমদের চেয়ে এগিয়ে বিরাট কোহলি, জন্মদিনে প্রশংসায় গৌতম গম্ভীর

টি-২০ বিশ্বকাপ মাতিয়ে দিতে পারেন কে এল রাহুল, আশাবাদী গৌতম গম্ভীর

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টপকে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ড