T20 World Cup 2026: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রধান আয়োজক হল বিসিসিআই। এমনকি, আইসিসি-র কাছে সরকারিভাবে বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর জন্যও আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
T20 World Cup 2026: বিসিসিআই-এর কড়া নির্দেশের পর মুস্তাফিজুর রহমানকে দল থেকে পত্রপাট ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছেই। ফলে, দুই দেশের মধ্যে সম্পর্ক কার্যত, তলানিতে গিয়ে ঠেকেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খামখেয়ালি মনোভাব
এবার মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (t20 cricket world cup 2026 schedule)। শোনা যাচ্ছে, সেই দেশে আইপিএল সম্প্রচারও বন্ধ থাকতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলে যে বস্তুটা আছে, সেটার ভিউয়ারশিপ কত? পাতে দেওয়া চলে? তারাই কিনা বলে আইপিএল সম্প্রচার বন্ধ করবে। উল্লেখ্য, আইপিএল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টি-২০ ক্রিকেট লিগ (t20 cricket world cup 2026 fixtures)।
এ তো গেল একটা দিক। এবার বিসিবি-র নয়া দাবি। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে চায় না বাংলাদেশ। জানা যাচ্ছে, সেই দেশের অন্তর্বর্তী সরকার এমনই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে বাংলাদেশ সরকারের এই অবস্থান নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা। যদিও বিসিসিআই-এর তরফ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
কড়া অবস্থান বিসিসিআই-এর
প্রসঙ্গত, আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রধান আয়োজক হল বিসিসিআই। এমনকি, আইসিসি-র কাছে সরকারিভাবে বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর জন্যও আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই পরিপ্রেক্ষিতে যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। তারা পরিষ্কার বলছেন, কোনও দেশের খামখেয়ালি মনোভাবের জন্য শেষ মুহূর্তে ম্যাচ সরাতে রাজি নন বোর্ড কর্তারা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক জানিয়েছেন, ‘‘কারও ইচ্ছার উপর নির্ভর করে ম্যাচের জায়গা বদল করা সম্ভব নয়। তার ফলে, পুরো সিস্টেমে সমস্যা হতে পারে। অন্য দলগুলির কথাও তো ভাবতে হবে আমাদের। সব দলের জন্য হোটেল এবং বিমানের টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। তাছাড়া প্রতিদিন তিনটি করে ম্যাচ রয়েছে। একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সূচি অনুযায়ী, সম্প্রচারকারী চ্যানেল তাদের টিম নিয়োগ করে। মুখে বলা যতটা সহজ, কাজটা মোটেও একেবারেই সহজ নয়।’’
বিসিসিআই যে প্রয়োজন পড়লে আইসিসি-র উপরেও চাপ বাড়াবে, সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। সবথেকে বড় বিষয়, আইপিএল-এর সঙ্গে বিশ্বকাপকে একভাবে দেখতে চাইছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


