T20 World Cup 2026: চোটের কারণে বিশ্রামে থাকা পেসার জোফ্রা আর্চারকে দলে রাখা হলেও, মঈন আলি এবং জনি বেয়ারস্টোর মতো তারকাদের বাদ দেওয়া হয়েছে।

T20 World Cup 2026: আসন্ন ২০২৬ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দলে পেসার জোফ্রা আর্চারকে অন্তর্ভুক্ত করা হয়েছে (icc cricket world cup england squad)। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে, ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড দলে জশ টাংও জায়গা পেয়েছেন (icc t20 world cup england)। 

দল ঘোষণা ইংল্যান্ডের

পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে। অ্যাডিলেডে তৃতীয় অ্যাশেজ টেস্টের সময়, চোট পাওয়ার পর আর্চার বর্তমানে ইংল্যান্ডের মেডিকেল টিমের সঙ্গে বিশ্রামে রয়েছেন। তিনি তাই শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলতে নামবেন না।

গত ২০২৪ সালের দল থেকে আটজন ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। তাদের মধ্যে নতুন অধিনায়ক ব্রুক এবং প্রাক্তন অধিনায়ক জস বাটলারও রয়েছেন। বাকিরা হলেন ফিল সল্ট, বেন ডাকেট, স্যাম কুরান, উইল জ্যাকস, আদিল রশিদ এবং জোফ্রা আর্চার। তবে মইন আলি, জনি বেয়ারস্টো, টম হার্টলি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, রিস টপলি এবং মার্ক উডকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, দলে নতুন অন্তর্ভুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, লিয়াম ডসন, জেমি ওভারটন, টাং এবং লুক উড। এদিকে ব্রাইডন কার্স শ্রীলঙ্কার বিরুদ্ধে খেললেও বিশ্বকাপের দলে জায়গা পাননি।

ইংল্যান্ড দলঃ হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার (শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধুমাত্র শ্রীলঙ্কা সফরের জন্য), স্যাম কুরান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।

একদিনের দলে ফিরলেন ক্রলে

অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ফিরেছেন জ্যাক ক্রলে। গত ২০২৩ সালের ডিসেম্বর মাসের পর, এই প্রথম তিনি একদিনের দলে ফিরলেন।

ইংল্যান্ড একদিনের দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।

শ্রীলঙ্কা সফরে গিয়ে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। একদিনের ম্যাচগুলি আগামী ২২, ২৪ এবং ২৭ জানুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ জানুয়ারি এবং ১ ও ৩ ফেব্রুয়ারি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।