Indian Sports Presenter Ridhima Pathak: ভারতীয় ক্রীড়া সঞ্চালক ঋদ্ধিমা পাঠক বেশ জনপ্রিয়। তাঁকে বিভিন্ন টুর্নামেন্টে সঞ্চালক হিসেবে দেখা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (Bangladesh Premier League) ছিলেন ঋদ্ধিমা। কিন্তু তিনি এই লিগ থেকে সরে গেলেন।

DID YOU
KNOW
?
সমস্যায় ঋদ্ধিমা
জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক ঋদ্ধিমা পাঠক ইঙ্গিত দিয়েছেন, একজন ভারতীয় হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করতে গিয়ে তিনি সমস্যায় পড়েছিলেন।

Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক ঋদ্ধিমা পাঠক (Indian Sports Broadcaster Ridhima Pathak)। কিন্তু তিনি এখন আর এই লিগের সঙ্গে যুক্ত নেই। জল্পনা তৈরি হয়েছিল, তাঁকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। কিন্তু ঋদ্ধিমা নিজেই জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সম্প্রচারকারী দল থেকে সরে গিয়েছেন। তিনি এক বিবৃতি জারি করে জানিয়েছেন, ‘গত কয়েক ঘণ্টায় এক কাহিনি প্রচার করা হচ্ছে যে আমি বিপিএল থেকে বাদ পড়েছি। কিন্তু এটা সত্যি নয়। আমি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সবসময় দেশ সবার আগে। আমি কোনও একটা কাজের চেয়ে ক্রিকেটকে অনেক বেশি মূল্য দিই। আমি অনেক বছর ধরে সততা, শ্রদ্ধা ও আবেগের সঙ্গে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার এই মনোভাব বদলাবে না। আমি সততা, স্বচ্ছতা ও খেলার মেজাজের সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলব।’

বাংলাদেশে কী সমস্যায় পড়তে হচ্ছিল ঋদ্ধিমাকে?

গত শনিবার বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নির্দেশ দেওয়া হয়, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ দিতে হবে। সেই নির্দেশ পাওয়ার পরেই মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে কেকেআর। এই ঘটনায় ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে ভারত-বিরোধিতা বেড়েছে। এই পরিস্থিতিতে একজন ভারতীয় হিসেবে ঋদ্ধিমার পক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাঁকে ঠিক কী সমস্যায় পড়তে হচ্ছিল, সে বিষয়ে কিছু জানাননি। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন, একজন ভারতীয় হিসেবে বিরোধিতার মুখে পড়তে হচ্ছিল। সেই কারণেই তিনি সরে এলেন।

ভারতে খেলতে আসবে বাংলাদেশ দল?

আগামী মাসে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে বাংলাদেশ দল ভারতে আসবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আইসিসি-র (ICC) কাছে আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আর্জিতে সাড়া দেয়নি আইসিসি। ফলে চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।