এমনকি বাসচালকদেরও প্রাপ্য অর্থ দিতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাধিক দল।
এই দেশে ক্রিকেট খেলাটা যেন মজায় পরিণত হয়েছে। বিদেশি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা বেতন পাচ্ছেন না।
এমনকি বাসচালকদেরও প্রাপ্য অর্থ দিতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাধিক দল। এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে, বকেয়া আদায় করতে অভিনব পন্থা নিলেন দলের এবার এক বাসচালক।
ক্রিকেটারদের যাবতীয় জিনিসপত্র বাসে ঢুকিয়ে তালা দিয়ে দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, বকেয়া অর্থ তিনি যদি না পান, তাহলে ক্রিকেটাররাও নিজেদের জিনিস পাবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
এমনিতেই বেতন বকেয়া থাকায় অনুশীলন বন্ধ রেখে দিয়েছিল বিপিএলের দল দুর্বার রাজশাহী। এখনও সেই সমস্যার সমাধান মেলেনি বলেই জানা গেছে। BPL শেষ হয়ে গেলেও এখনও দেশে ফিরতে পারছেন না বিদেশি ক্রিকেটাররা। যদিও দলের মালিক শাফিক রহমান দাবি করেন যে, বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরার টিকিট কাটা হয়ে গেছে।
কিন্তু টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আটকে রয়েছেন ঢাকার টিম হোটেলেই। শুধু তাই নয়, মেলেনি বকেয়া অর্থ। এহেন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাদের মাথাব্যথা আরও বাড়িয়ে দিয়েছেন দলের বাসচালক।
প্রতিযোগিতা চলাকালীন দুর্বার রাজশাহী টিমকে দেশের নানা প্রান্তে নিয়ে গেছিলেন মহম্মদ বাবুল। কিন্তু ওই বাসচালকের প্রাপ্যও মেটানো হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে ক্রিকেটারদের কিটব্যাগ এবং অন্যান্য জিনিস বাসের মধ্যে রেখে তালা লাগিয়ে দিয়েছেন তিনি। হোটেলের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার একটি ঘটনা। আমাদের টাকা দিলে আমরাও ক্রিকেটারদের কিট ব্যাগ ফিরিয়ে দিতাম। এতদিন কিছু বলিনি। কিন্তু আমাদের প্রাপ্য মিটিয়ে দিলেই চলে যাব।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
