Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনাল আগামী ২৮ সেপ্টেম্বর। কিন্তু ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে নকভির সঙ্গে এক মঞ্চ শেয়ার করবেন না ভারতীয় ক্রিকেটাররা (no handshake ind vs pak)।

Asia Cup 2025: ভারত-পাক ম্যাচের পর থেকেই যেন এশিয়া কাপ নিয়ে উত্তেজনা আরও তুঙ্গে (india vs pakistan asia cup)। পাকিস্তান যেই ‘নো হ্যান্ডশেক' বিতর্কে হুমকি দিয়েছে, ঠিক তার পাল্টা জবাব দিয়েছে ভারতও। প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনাল আগামী ২৮ সেপ্টেম্বর। কিন্তু ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে নকভির সঙ্গে এক মঞ্চ শেয়ার করবেন না ভারতীয় ক্রিকেটাররা (no handshake ind vs pak)। 

কোনওভাবেই মঞ্চ শেয়ার নয়

Scroll to load tweet…

কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন মহসিন নকভি। যিনি আবার পাকিস্তানের মন্ত্রী এবং ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তাই যদি ভারত চলতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়, তাহলে নিয়মমাফিক মহসিন নকভির হাত থেকেই ট্রফি নিতে হবে ভারতকে। 

তবে সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, “যদি ভারত আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে চ্যাম্পিয়ন হয়, তাহলে কোনওভাবেই ভারতীয় ক্রিকেটাররা মহসিন নকভির সঙ্গে এক মঞ্চে উঠবেন না।"

উল্লেখ্য, রবিবারের ম্যাচে টসের সময় এবং ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় ক্রিকেটাররা। এমনিতেই সেই ‘নো হ্যান্ডশেক' বিতর্ক এখন তুঙ্গে। এই ঘটনার পর পাক ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে পিসিবি জানায়, “টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আগাকে তাদের প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন।"

Scroll to load tweet…

বিতর্ক যখন তুঙ্গে

এরপরেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাসপেন্ড করার দাবি তুলেছে পিসিবি। তারা রীতিমতো হুমকি দিয়ে বলেছে, পাইক্রফটকে যদি সরানো না হয়, তাহলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তান খেলতেই নামবে না।

আর তারপরেই এবার পাল্টা ভারতের তরফ থেকে জবাব। এশিয়া কাপের ফাইনাল আগামী ২৮ সেপ্টেম্বর। কিন্তু ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে মহসিন নকভির সঙ্গে এক মঞ্চ শেয়ার করবেন না ভারতীয় ক্রিকেটাররা। এমনকি, তাঁর হাত থেকে ট্রফি নেওয়ার ক্ষেত্রেও বিরত থাকবে টিম ইন্ডিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।