সংক্ষিপ্ত
এবারের অ্যাশেজের প্রতিটি ম্যাচেই জমজমাট লড়াই হল। কেনিংটন ওভালে পঞ্চম টেস্ট ম্যাচের শেষ দিনেও ব্যতিক্রম হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ লড়াই করলেন ইংল্যান্ডের বোলাররা।
জয় দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ করলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ রানে জয় পেল ইংল্যান্ড। এবারের অ্যাশেজ জিততে না পারলেও, শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। সিরিজ শেষ হল ২-২ ফলে। প্রথম ২ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে জয় পেয়ে প্রত্যাবর্তন ঘটায় ইংল্যান্ড। চতুর্থ ম্যাচ ড্র হয়। এরপর পঞ্চম ম্যাচে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। কেনিংটন ওভালে শেষ দিন জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৪৯ রান। হাতে ছিল ১০ উইকেট। অনেকেই ধরে নিয়েছিলেন, জয় পাবে প্যাট কামিন্সের দল। ওপেনিং জুটিতে ১৪০ রান যোগ করে জয়ের আশা বাড়িয়ে দেন অস্ট্রেলিয়ার ২ ওপেনার ডেভিড ওয়ার্নার (৬০) ও উসমান খাজা (৭৩)। স্টিভ স্মিথ করেন ৫৪ রান। ট্রেভিস হেড করেন ৪৩ রান। অ্যালেক্স কেরি করেন ২৮ রান। টড মারফি করেন ১৮ রান। কিন্তু বাকিরা কেউই ২ অঙ্কের রান করতে পারলেন না। ফলে ৩৩৪ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ভালো বোলিং করলেন ক্রিস ওকস। ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। ৬২ রান দিয়ে ২ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। কেরিয়ারের শেষ ম্যাচে উইকেট নিয়ে দলকে জেতালেন ব্রড। ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন মইন আলি। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন মার্ক উড।
সোমবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৯৪.৪ ওভারে ব্রডের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দেন অ্যালেক্স কেরি। তখনই শেষ হয়ে যায় ম্যাচ। এর আগে এই ইনিংসে মারফিকেও আউট করেন ব্রড। সেক্ষেত্রেও ক্যাচ নেন বেয়ারস্টো। প্রথম ইনিংসেও ২ উইকেট নিয়েছিলেন ব্রড। তাঁর বলে এলবিডব্লুি হয়ে যান খাজা এবং বেয়ারস্টোকে ক্যাচ দেন হেড। ব্রডের অসাধারণ কেরিয়ারের শেষ ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল।
দলকে জিতিয়ে ক্রিকেট মাঠ থেকে বিদায় নেওয়ার সময় ব্রড বলেছেন, ‘বোলিং করতে এসে ম্যাচের শেষ ২ উইকেট নেওয়ার অনুভূতি অসাধারণ। অবসর ঘোষণার পর শেষ বল কখন করব সেটাই ভাবছিলাম। কিন্তু উইকেট নিয়ে অ্যাশেজ টেস্ট জেতার অনুভূতি আলাদা। আমি সবসময় বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে বোলিং উপভোগ করেছি। এই ইনিংসেও ২ বাঁ হাতি ব্যাটারের বিরুদ্ধে বোলিং করে দারুণ লাগল।’
আরও পড়ুন-
ওডিআই বিশ্বকাপের ট্রফি ট্যুরের গন্তব্য এবার ঢাকা, উঠে আসবে পদ্মা সেতুতে
গত ডিসেম্বরে পার করেন ১০০ বছর, প্রয়াত বয়স্কতম প্রথম শ্রেণির ক্রিকেটার রুসি কুপার