সংক্ষিপ্ত
শুধু ক্রিকেট খেলেই কোটি কোটি টাকা আয় নয়! রেস্তোরাঁ থেকেও প্রচুর লাভ পান এই ক্রিকেটাররা
ক্রিকেট তো খেলে উপার্জন হয় প্রায় কোটি কোটি টাকা। কিন্তু এছাড়াও অন্য ব্যবসা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বেশিরভাগ ক্রিকেটারেরই রয়েছে নামী রেস্তোরাঁ।
ধোনি, কোহলি , শচীন-সহ একাধিক ক্রিকেটারের রেস্তোরাঁ রয়েছে । এর থেকে প্রায় কোটি কোটি টাকা আয় হয় ক্রিকেটারদের। দেশে -বিদেশে রয়েছে ক্রিকেটারদের হোটেলের ব্যবসা।
বিরাটের রেস্তোরাঁর নাম হল 'ওয়ান এইট কমিউন'। স্ত্রী অনুষ্কাকে নিয়ে মুম্বইয়ে এই হোলেট খোলেন বিরাট। এই সুন্দর রেস্তোরাঁটি রয়েছে কিশোর কুমারের জুহুর বাংলোর ভিতরে। এই রেস্তোরাঁটির একটি শাখা রয়েছে পুনে, দিল্লি ও কলাকাতায়।
জানলে অবাক হবেন এই রেস্তোরাঁয় শুধু নিরামিষ খাবার পাওয়া যায়। এই দম্পতি ভীষণ ভাবে ফিটনেস পছন্দ করেন তাই তাঁদের হোটেলে শুধু নিরামিষ খাবার পাওয়া যায়।
২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ‘ভেজিটেরিয়ান’ নামের একটি রেস্তোরাঁ খোলেন ধোনিও। ব্যাঙ্গালুরুর বিমানবন্দরে রয়েছে তাঁর খাবারের এই হোটেল। এখানে উদ্ভিদ ভিত্তিক খাবার পাওয়া যায়।
অন্যদিকে দুবাইয়ে শিখর ধাওয়ানের একটি রেস্তোরাঁ রয়েছে যার নাম ‘দ্য ফ্লাইং ক্যাচ’। ২০২৩ সালে এই রেস্তোরাঁর উদ্বোধন হয়। এছাড়া রেস্টুরেন্টের ব্যবসা থেকে বাদ যায়নি জাডেজাও। রাজকোটে তাঁর ‘জাড্ডু’স ফুড ফিল্ড’ নামের একটি রেস্তোরাঁ রয়েছে।