সংক্ষিপ্ত

দীর্ঘদিনের চেষ্টা অবশেষে সফল হল। 

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ ক্রিকেট লিগের দল ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানার অর্ধেক এবার কিনে নিলেন তিনি। সোমবার, দলটির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে, দলের ৪৯% মালিকানা কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা RPSG Group। বাকি অংশের মালিক ল্যাঙ্কাশায়ার কাউন্টি দল।

এমনিতে বিশ্বের অন্যতম মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের মালিক হলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় আবার তাঁর দল ডারবান সুপার জায়ান্টস। আর এবার ইংল্যান্ডেও খেলবে তাঁর দল। জানা যাচ্ছে, দলের ৪৯% মালিকানা কিনতে গোয়েঙ্কা মোট ১২৫১ কোটি টাকা খরচ করেছেন।

ল্যাঙ্কাশায়ার অনেকদিন ধরেই আইপিএল-এর কোনও দলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছিল। একাধিক দলের সঙ্গে কথাবার্তাও বলেছিল তারা। তবে ম্যাঞ্চেস্টার দলটি কেনার জন্য গোয়েঙ্কার সংস্থা ছাড়াও আইপিএল-এর আরও একটি দল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজ়ার পরিবার লড়াইটে ছিল বলে শোনা যাচ্ছে।

আর আইপিএল-এর সেই দলটি হল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তবে ই-নিলামে গোয়েঙ্কাদের ‘বিড’সবচেয়ে বেশি অর্থের হওয়ার দরুণ, তারাই ৪৯% মালিকানা পেয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, গোয়েঙ্কা অবশ্য শুরুতে ম্যাঞ্চেস্টার দলটিকে কিনতে আগ্রহী হননি। তিনি লন্ডন স্পিরিট্স দলটির অংশীদারিত্ব কিনতেই প্রাথমিকভাবে উৎসাহী ছিলেন। কিন্তু আমেরিকার সিলিকন ভ্যালির বেশ কিছু প্রযুক্তি সংস্থাকে নিয়ে গঠিত ‘কনসর্টিয়াম’লন্ডনের দলটিকে কিনে নেয়।

আর তারপরেই গোয়েঙ্কা চেষ্টা করেন ম্যাঞ্চেস্টার দলটিকে কিনতে। আর এরপরেই ভারতীয় এই শিল্পপতি কিনে নেন এই দলটিকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।