টেস্টে ত্রিশতরানের মালিক, দীর্ঘদিন পর প্রত্যাবর্তনের লক্ষ্যে করুণ নায়ার
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে ভারতীয়দের মধ্যে ত্রিশতরান বিরল। সেই বিরল নজিরেরই অধিকারী করুণ নায়ার। কিন্তু দীর্ঘদিন জাতীয় দলের বাইরে এই ব্যাটার। এবার তিনিই প্রত্যাবর্তনের লক্ষ্যে তৈরি হচ্ছেন।
| Published : Aug 29 2024, 12:49 AM IST
- FB
- TW
- Linkdin
কেরিয়ারের প্রথম টেস্ট শতরানকে ত্রিশতরানে পরিণত করেছিলেন করুণ নায়ার
২০১৬ সালে চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৩০৩ রান করে অপরাজিত থাকেন করুণ নায়ার। প্রথম টেস্ট শতরানকে ত্রিশতরানে পরিণত করেন এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ইনিংসেই ত্রিশতরান করে অনন্য নজির গড়েন করুণ নায়ার
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ত্রিশতরান করার নজির গড়েন করুণ নায়ার। তিনি কেরিয়ারের তৃতীয় ইনিংসেই ত্রিশতরান করেন।
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ত্রিশতরান করেন করুণ নায়ার
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ত্রিশতরান করেন প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহবাগ। এরপর ত্রিশতরান করেন করুণ নায়ার। এখনও পর্যন্ত অন্য কোনও ভারতীয় ব্যাটার টেস্টে ত্রিশতরান করতে পারেননি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট শতরানকে ত্রিশতরানে পরিণত করা বিরল ঘটনা
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র তিনজন ব্যাটার প্রথম টেস্ট শতরানকে ত্রিশতরানে পরিণত করতে পেরেছেন। তাঁদেরই অন্যতম করুণ নায়ার।
৭ বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে করুণ নায়ার, এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান
২০১৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি করুণ নায়ার। ৭ বছর পর জাতীয় দলে ফেরার লক্ষ্যে এই ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ফেরার লক্ষ্যে করুণ নায়ার
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বিদর্ভ এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নটিংহ্যাম্পশায়ারের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন করুণ নায়ার। এই কারণেই তিনি জাতীয় দলে ফেরার আশা করছেন।
কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি না ভেবে নিজের পারফরম্যান্স নিয়েই ভাবতে চান করুণ নায়ার
করুণ নায়ার বলেছেন, ‘খারাপ কিছুর জন্য সবসময় তৈরি থাকতে হয়। শুধু পরের ম্যাচের জন্য তৈরি থাকতে হয়। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছি না। কারণ, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হলে সেখানেই আটকে যেতে হয়।’
ঘরোয়া ক্রিকেটে যে সুযোগ পাচ্ছেন সেটাই কাজে লাগাতে চাইছেন করুণ নায়ার
করুণ নায়ার জানিয়েছেন, 'আমার ভবিষ্যৎ অনিশ্চিত। ফলে যা সুযোগ পাব সেটাই কাজে লাগাতে চাই।'
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন করুণ নায়ার
করুণ নায়ার বলেছেন, ‘ইংল্যান্ডের পিচে যেখানে বল স্যুইং করে, সেখানে খেলা কঠিন ছিল। ব্যাটার হিসেবে আমি অনেককিছু শিখেছি। নিজের উপর বিশ্বাস রাখা এবং রান করা শিখেছি।’
ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক ছেড়ে বিদর্ভের হয়ে খেলা শুরু করেই ফের সাফল্য করুণ নায়ারের
ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলে সাফল্য পাচ্ছিলেন না করুণ নায়ার। বিদর্ভের হয়ে খেলা শুরু করেই ফের রান করছেন এই ব্যাটার।
গত মরসুমে রঞ্জি ট্রফিতে বিদর্ভের হয়ে অসাধারণ ব্যাটিং করেন করুণ নায়ার
গত মরসুমে রঞ্জি ট্রফিতে বিদর্ভের হয়ে ১০ ম্যাচ খেলে ৬৯০ রান করেন করুণ নায়ার। তিনি বিদর্ভকে সেমি-ফাইনালে পৌঁছতে সাহায্য করেন।
৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও, জাতীয় দলে ফিরতে মরিয়া করুণ নায়ার
করুণ নায়ার বলেছেন, ‘সবাই দেশের প্রতিনিধিত্ব করার জন্যই খেলে। সেটাই এখন আমার লক্ষ্য। ফের টেস্ট ক্রিকেট খেলতে চাই।’