সংক্ষিপ্ত
টিম ডেভিডকে ছেড়ে দিয়ে মুম্বাই দুই কোটি বেস প্রাইসের উইল জ্যাকসকে ৫.২৫ কোটিতে দলে ভিড়িয়ে লাভবান হয়েছে।
আইপিএল নিলামে ভারতীয় পেসার উমরান মালিকের অবিক্রিত থেকে গেলেন। ৭৫ লক্ষ বেস প্রাইসে নিলামে ওঠা উমরান মালিককে কোনও দলই কিনল না। আইপিএলের দ্রুততম বোলার হলেও উমরান মালিকের রান খরচই তাঁর ব্যর্থতার কারণ।
ভারতীয় তারকা ঈশান্ত শর্মাকে ৭৫ লক্ষ টাকা বেস প্রাইসে গুজরাট টাইটান্স কিনে নেয়। দুই কোটি বেস প্রাইসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এবং ভারতীয় পেসার উমেশ যাদবেরও কদর ছিল না নিলামে। ইংল্যান্ডের মঈন আলী, বেন ডাকেট, জুনিয়র এবি ডিভিলিয়ার্স খ্যাত দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিসেরও ক্রেতা মেলেনি।
অন্যদিকে, গত মরসুমে মুম্বাইয়ের ফিনিশার হিসেবে নজর কেড়েছিলেন টিম ডেভিড। তাঁকে তিন কোটি টাকায় আরসিবি দলে ভিড়িয়েছে। এক কোটি বেস প্রাইসের স্পিনার শাহবাজ আহমেদকে ২.৪০ কোটিতে কিনেছে লখনউ। ৭৫ লক্ষ বেস প্রাইসের দীপক হুডাকে ১.৭০ কোটিতে কিনেছে চেন্নাই সুপার কিংস।
টিম ডেভিডকে ছেড়ে দিয়ে মুম্বাই দুই কোটি বেস প্রাইসের উইল জ্যাকসকে ৫.২৫ কোটিতে দলে ভিড়িয়ে লাভবান হয়েছে। গত মরসুমে আরসিবির হয়ে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন উইল জ্যাকস। দুই কোটি বেস প্রাইসের অজি পেসার স্পেন্সার জনসনকে ২.৮০ কোটিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আগের নিলামগুলিতে কোটি কোটি টাকা পাওয়া জয়দেব উনাদকটকে এক কোটি বেস প্রাইসে কিনেছে হায়দরাবাদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।