সংক্ষিপ্ত
Varun Chakravarthy: ভরা আইপিএল-এর (IPL) মরশুম। একদিন পরেই লখনউ ম্যাচ।
Varun Chakravarthy: ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার কথা প্রথমে তিনি ভাবেননি। কিন্তু হটাৎ কেকেআর (KKR) শিবির ছেড়ে বাড়ি বানাতে ছুটলেন বরুণ চক্রবর্তী। আসলে তিনি ২ বছর তিনি নিজে পেশাদার আর্কিটেক্ট হিসেবে কাজ করেছেন। তারপর ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন বরুণ (Varun Chakravarthy)।
ভারতীয় দলের স্পিনার অবশ্য আগের পেশার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করেননি। এখনও তাঁর কয়েক জন ক্লায়েন্ট রয়েছেন। আর তাদেরই একজনের অনুরোধে শনিবার, চেন্নাইতে একটি নির্মাণকাজ পরিদর্শন করতে যান নাইটদের নির্ভরযোগ্য স্পিনার বরুণ চক্রবর্তী। আর সেই নির্মাণস্থলে গিয়েই হেলমেট পরিহিত অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন তিনি।
আইপিএল-এর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু রামনবমীতে পর্যাপ্ত নিরাপত্তার সমস্যা হতে পারে বলে ম্যাচটি অন্য দিন রিশিডিউল করা হয়।
আর তাই মঙ্গলবার, এই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ফলে, ২ দিন বাড়তি সময় পাওয়া গেছে। আর সেই সুযোগেই ক্লায়েন্টের অনুরোধে চেন্নাইতে গিয়ে নির্মাণকাজ দেখে এলেন বরুণ।
এমনিতেই কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, “আমি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছি। পাঁচ বছরের পেশাদার কোর্স করেছি কাত্তানকুলাথুরের এসআরএম কলেজ থেকে। সেটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ। কম্পিউটার, টি-স্কেল, পেন্সিল, চার্ট পেপার এবং আঁকা নিয়ে একটা অন্যরকম জগৎ। তখন আমি ক্রিকেট দেখতামও না। তবে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা সবসময়ই ছিল।”
তবে তিনি বলেন, “পড়াশোনা শেষ করে প্রায় ১০ মাস মতো কোনও কাজ ছিল না আমার হাতে। তখন ভাবতাম, কী করা উচিৎ আমার জীবনে।” তবে আপাতত আইপিএলে কেকেআর-এর হয়ে দুর্দান্ত খেলছেন তিনি। জাতীয় দলের হয়েও যথেষ্ট ভালো পারফর্ম করেছেন তিনি। কিন্তু আইপিএল-এর মাঝে হালকা বিরতি পেয়েই পুরনো পেশাকে একটু ঝালিয়ে নিলেন বরুণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।