সংক্ষিপ্ত

IPL 2025 Record: হায়দ্রাবাদের বিরুদ্ধে এক অভিনব মুহূর্তের সাক্ষী থাকল ইডেন। দেখল বাইশ গজের সব্যসাচীকে।

IPL 2025 Record: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বৃহস্পতিবার, নিজের দুই হাত দিয়ে বল করলেন সানরাইজার্স হায়দ্রাবাদের কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। কার্যত, দুটি হাতেই তিনি যেন সমান পারদর্শী।

 

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে কামিন্দুর আইপিএলে অভিষেক হয়েছে বৃহস্পতিবার। আর সেইদিনই তিনি রীতিমতো দুহাতে বল করে অনন্য এক নজির তৈরি করে ফেলেছেন।

আইপিএল-এর ইতিহাসে প্রথম দু-হাতি বোলার হিসেবে অসাধারণ এই রেকর্ডটি গড়ে ফেলেছেন তিনি। কারণ, এর আগে আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে এর আগে কোনও বোলারকেই এইরকম দুই হাত দিয়ে বল করতে দেখা যায়নি। এমনকি, মাঠে নেমে বৃহস্পতিবার একটি উইকেটও নিয়েছেন তিনি (kamindu mendis bowling with both hands)।

কেকেআর তখন ব্যাটিং করছে। ইনিংসের ১৩ তম ওভারে বল করতে এসে অঙ্গকৃশ রঘুবংশীকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন শ্রীলঙ্কান এই অলরাউন্ডার। এর আগেও তিনি দুহাতে বল করে নজর কেড়েছিলেন। আর এবার আইপিএলে ‘২২ গজের সব্যসাচী’ হিসেবে নিজেকে লাইমলাইটে নিয়ে এলেন। যদিও তিনি এক ওভারের বেশি বল করেননি (IPL 2025 News Updates)।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে একটি টি-২০ ম্যাচেও দুই হাত দিয়ে বল করেছিলেন কামিন্দু মেন্ডিস। সেই ম্যাচে সূর্যকুমার যাদবকে বাঁ-হাতে এবং রিঙ্কু সিং ডানহাতে বল করেছিলেন তিনি।

এদিন ইডেনে তিনি প্রথম, তৃতীয় এবং চতুর্থ বলটি বাঁ-হাতে করেন। আর বাকি তিনটি বল করেন ডানহাতে। যে বলটিতে তিনি অঙ্গকৃশকে আউট করেন, সেটি করেন বাঁ-হাতে। আর সেই বলেই শট মারতে গিয়ে ক্যাচ আউট হন অঙ্গকৃশ।

নিঃসন্দেহে আইপিএল-এর ইতিহাসে একটি অভিনব রেকর্ড। তাই এককথায় বলাই যায় ‘২২ গজের সব্যসাচী’।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।