সংক্ষিপ্ত

এবারের এশিয়া কাপ যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। ২২ গজে ব্যাট-বলের উত্তেজনা দর্শকদের মধ্যেও সঞ্চারিত হচ্ছে। গ্যালারিতে এর প্রতিফলন দেখা যাচ্ছে।

মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা ছড়ায় গ্যালারিতে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পরেই গ্যালারিতে কয়েকজন দর্শকের মধ্যে মারামারি বেঁধে যায়। এক মহিলা পুলিশকর্মী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর পক্ষে বিশেষ কিছু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত দর্শকদের চেষ্টাতেই উত্তেজনা কমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। তবে ঠিক কী কারণে দর্শকদের মধ্যে বচসা শুরু হয়, সেটা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হঠাৎ ২ দর্শকের মধ্যে বচসা বেঁধে যায়। একজন দর্শক অন্য একজনের দিকে উত্তেজিতভাবে ছুটে যান। শুরু হয়ে যায় হাতাহাতি। একজন অপরজনের মুখে কয়েকটি ঘুঁষিও বসিয়ে দেন। অন্যান্য দর্শকরা ২ জনকে টেনে আলাদা করে দেওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু তারই মধ্যে মারপিট চলতে থাকে।

যে দর্শকরা মারপিটে জড়িয়ে পড়েন, তাঁদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা কোন দলের সমর্থক, সেটা স্পষ্ট। একজন দর্শকের পরনে ছিল শ্রীলঙ্কার জার্সি। অপরজন ভারতের সমর্থক বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন। অনেকে আবার মজার ছলে বলছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতার পাশাপাশি গ্যালারিতেও জয় পেল ভারত। তবে কয়েকজন আবার বলছেন, ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। অনেকে আইপিএল-এ একসঙ্গে খেলেন। তাই দর্শকদের নিজেদের মধ্যে মারপিট করা উচিত নয়।

 

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট লড়াই করতে হয় ভারতীয় দলকে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ভারতের ব্যাটিং খুব একটা ভালো হয়নি। ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বাধিক ৫৩ রান করেন ওপেনার রোহিত। অপর ওপেনার শুবমান গিল করেন ১৯ রান। বিরাট কোহলি করেন ৩ রান। ঈশান কিষান করেন ৩৩ রান। কে এল রাহুল করেন ৩৯ রান। ৫ রান করেন হার্দিক পান্ডিয়া। রবীন্দ্র জাদেজা করেন ৪ রান। অক্ষর প্যাটেল করেন ২৬ রান। জসপ্রীত বুমরা করেন ৫ রান। ০ রানে আউট হয়ে যান কুলদীপ যাদব। ৫ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার হয়ে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে। ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন চরিত আসালাঙ্কা। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন মাহিশ থিকসানা।

রান তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বোলিংয়ের পর ব্যাট হাতেও অসাধারণ লড়াই করেন ওয়েল্লালাগে। এই অলরাউন্ডার ৪২ রান করে অপরাজিত থাকেন। ধনঞ্জয় ডি সিলভা করেন ৪১ রান। আসালাঙ্কা করেন ২২ রান। ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন জাদেজা। ১৪ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ।

আরও পড়ুন-

Zaman Khan: বিতর্কিত কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে উত্থান, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছেন জামান খান

Shubman Gill: আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বাবর আজমকে টপকে যেতে পারবেন শুবমান গিল?

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের