Virat Kohli Arijit Singh: বিরাট নিজেও অবসর সময়ে বা কাজের ফাঁকে অরিজিৎ সিংহের গানই শোনেন। প্লে-ব্যাক জগত তথা সিনেমার গানের দুনিয়া থেকে অরিজিৎ সিং-এর অবসরের কথা ঘোষণা হতেই, তাঁকে ঘিরে তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভালোলাগার মুহূর্তগুলি রীতিমতো ভাইরাল।
Virat Kohli Arijit Singh: বিরাট যখন মন্ত্রমুগ্ধ। ২২ গজে ক্রিকেট ফ্যানরা বিরাট কোহলির ব্যাটের দাপটে মন্ত্রমুগ্ধ হন। কিন্তু মাঠের বাইরে এ যেন অন্য বিরাট। একবার নয়, একাধিকবার কোহলি তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। কাকে ঘিরে? তিনি আর কেউ নন, এই যুগের অন্যতম সেনসেশন। অরিজিৎ সিং। যার গলায় প্রেম-বিরহ সব মিলেমিশে একাকার।
বিরাট কোহলির ভালোলাগার মুহূর্তগুলি
এমনকি, বিরাট নিজেও অবসর সময়ে বা কাজের ফাঁকে অরিজিৎ সিংহের গানই শোনেন। প্লে-ব্যাক জগত তথা সিনেমার গানের দুনিয়া থেকে অরিজিৎ সিং-এর অবসরের কথা ঘোষণা হতেই, তাঁকে ঘিরে তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভালোলাগার মুহূর্তগুলি রীতিমতো ভাইরাল।
সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকগুলি ভিডিও ভাইরাল হয়েছে। একেকটায় একেকরকম ঝলক। কোনওটায় আবার অরিজিতের সঙ্গে তাঁর তোলা ছবি ভাগ করে নিয়েছেন বিরাট। একটি ভিডিওতে আবার কোহলি বলছেন, "এত বড় তারকা। তারপরেও এত মাটির কাছাকাছি থাকেন। ওর কণ্ঠ মন্ত্রমুগ্ধের মতো শুনি আমি। অরিজিতের গান সারাক্ষণ আমার প্লে লিস্ট-এ সবার প্রথমে থাকে।”
কখনও তো এমনও দেখা গেছে, বিমান ধরতে যাওয়ার সময় গানে বুঁদ হয়ে রয়েছেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, হেডফোনে তখন অরিজিতের গান বাজছে। উল্লেখ্য, এর আগে বিরাটকে কখনও সেইভাবে কোনও গায়ক সম্পর্কে প্রশংসা করতে শোনা যায়নি। স্বাভাবিকভাবেই, তাই একাধিক পুরনো ভিডিও ভাইরাল হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়
অন্যদিকে, মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড় হয়ে গেছে এই একটি খবরে। সিনেমার গানে আর নেই অরিজিৎ। নিজের সোশ্যাল মিডিয়াতে শিল্পী নিজেই জানান সেই কথা।
তিনি এই কথাও বলেন যে, অনেকদিন ধরেই তাঁর মনে এই ভাবনা ছিল। কিন্তু কিছুতেই সাহস করে ঘোষণা করতে পারছিলেন না। তার থেকে বেশি যদিও তিনি আর কিছুই বলেননি। একইভাবে মুখ খোলেননি অরিজিতের বোন অমৃতা সিং বা তাঁর বাবা সুরিন্দর সিং বগ্গা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
