'ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অতুলনীয়,' অশ্বিনকে শুভেচ্ছাবার্তা বিরাটের
- FB
- TW
- Linkdin
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের পরেই অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন: কিংবদন্তি বোলার অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বাধিক সফল টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে আর টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট মাঠে দেখা যাবে না। তিনি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। ব্রিসবেনে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই স্পিন কিংবদন্তি অবসরের কথা ঘোষণা করেছেন।
ব্রিসবেন টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে অশ্বিনের সঙ্গে বসে কথা বলতে দেখা যায় বিরাটকে
রবিচন্দ্রন অশ্বিনের এই সিদ্ধান্ত ক্রিকেট ভক্তদের হতবাক ও অবাক করে দিয়েছে। এই স্পিনার ১০৬টি ম্যাচে ৫৩৭টি টেস্ট উইকেট নিয়ে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারী দ্বিতীয় বোলার হিসেবে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পর সর্বাধিক উইকেট শিকারী বোলার অশ্বিন। ভক্ত, ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্বিন ও বিরাট কোহলিকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অশ্বিনকে ড্রেসিংরুমে বিরাটের সঙ্গে আবেগঘনভাবে বসে থাকতে দেখা যায়।
রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছেন বিরাট কোহলি
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, রবিচন্দ্রন অশ্বিন যখন তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানান, তখন তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। অশ্বিনকে সবচেয়ে সফল ভারতীয় অফ-স্পিনার হিসেবে অভিহিত করেছেন বিরাট। তিনি অশ্বিনের অবসর-পরবর্তী কেরিয়ারের জন্য শুভকামনা জানিয়ে ক্রিকেটে তাঁর অবদানের কথা বলেছেন। অফ-স্পিনার অশ্বিন 'ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন' বলেও উল্লেখ করেছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে অশ্বিনের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিরাট
রবিচন্দ্রন অশ্বিন সম্পর্কে বিরাট কোহলি লিখেছেন, ‘আমি তোমার সঙ্গে ১৪ বছর খেলেছি। আজ যখন তুমি অবসর নিচ্ছো বলে জানালে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়লাম। তোমার সঙ্গে খেলার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। আমি তোমার সঙ্গে যাত্রাপথের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ভারতীয় ক্রিকেটে তোমার দক্ষতা, ম্যাচ জেতানোর অবদান অতুলনীয়। তুমি চিরকাল ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’
প্রায় দেড় দশক একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলার সুবাদে অশ্বিনের সঙ্গে বিরাটের সম্পর্ক অসাধারণ
অবসর ঘোষণার কিছুক্ষণ আগে রবিচন্দ্রন অশ্বিন ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে বসে কথা বলছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হঠাৎ অশ্বিন আবেগপ্রবণ হয়ে পড়েন, এরপর বিরাট তাঁকে জড়িয়ে ধরেন।