সংক্ষিপ্ত
টি২০ থেকে অবসর নেওয়া কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা রান করার চেষ্টা যাচ্ছেন।
আর অশ্বিনের পরে আরও অনেক তারকা ভারতীয় দল থেকে বিদায় নিতে পারেন বলে খবর ছড়িয়ে পড়েছে। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরেই অপ্রত্যাশিতভাবে অবসর ঘোষণা করেন অশ্বিন। মাত্র ৩৯ বছর বয়সেই অবসর নিলেন। দুটি টেস্ট বাকি থাকতেই সিরিজের মাঝখানে অশ্বিন অবসর ঘোষণা করে দিলেন।
আগামীদিনে অশ্বিনের পথেই আরও অনেক সিনিয়র তারকা দল ছাড়তে পারেন বলে খবর সামনে এসেছে। এমনকি, অনেকেই সিনিয়র তারকা বিরাট কোহলিকে নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। এই প্রসঙ্গে তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মা। আগামী পাঁচ বছর কোহলি ভারতীয় দলের হয়ে খেলবেন বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, ''কোহলি সবসময় ক্রিকেট উপভোগ করে খেলেন। দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন এবং সঙ্কটের সময়ে আরও ভালো খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে আরও দুটি সেঞ্চুরি করতে পারবেন কোহলি। আগামী ২০২৭ সালে, একদিনের বিশ্বকাপেও কোহলিকে দেখতে পাবেন।''
টি-২০ থেকে অবসর নেওয়া কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা রান করার চেষ্টা করে চলেছেন। আগামী বছর জুন-জুলাই মাসে ইংল্যান্ড সফরের আগে আরও অনেক সিনিয়র তারকার অবসর ঘোষণা করতে পারেন। অজিদের বিরুদ্ধে সিরিজ শেষ হলে আগামী বছর জুন মাসে ভারতের টেস্ট সিরিজ খেলবে। তাই আগামী দুটি টেস্টে রোহিতের পারফরম্যান্স তাঁর টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
পার্থ টেস্টে সেঞ্চুরি করলেও অফ স্ট্যাম্পের বাইরে একইভাবে আউট হওয়ায় কোহলির গত পাঁচ বছরের টেস্ট পারফরম্যান্স নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত এবং কোহলি টি-২০ ক্রিকেটের মতো একদিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।