Pat Cummins catch: ক্রিকেটের ইতিহাসে অনেক অসাধারণ ক্যাচ দেখা গিয়েছে। একসময় জন্টি রোডস (Jonty Rhodes) নিয়মিত অসামান্য ফিল্ডিং করতেন। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যে ক্যাচ নিলেন, তার তুলনা নেই।

Australia captain Pat Cummins: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রথম ইনিংসের নবম ওভার চলছে। বোলিং করতে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Australia captain Pat Cummins)। প্রথম বল অন সাইডে পাঠিয়ে এক রান নেন জন ক্যাম্পবেল (John Campbell)। দ্বিতীয় বল খেলেন কেসি কার্টি (Keacy Carty)। গুডলেংথ স্পট থেকে অফস্টাম্পের দিকে আসা বল ব্যাটের কানায় লেগে প্যাডে লাগার পর লাফিয়ে ওঠে। ছুটে যান কামিন্স। বল ততক্ষণে শর্ট স্কোয়্যার মিড-উইকেট অঞ্চলে চলে গিয়েছে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সারা মাঠ হতবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেননি, এভাবে ক্যাচ নিতে পারেন কামিন্স। কার্টিও হতবুদ্ধি হয়ে পড়েন। ক্যাচ ঠিকমতো নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না মাঠে থাকা আম্পায়াররা। তাঁরা তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। তৃতীয় আম্পায়ার নীতীন মেনন (Nitin Menon) জানিয়ে দেন, ভালোভাবেই ক্যাচ নিয়েছেন কামিন্স।

মুগ্ধ ক্রিকেট দুনিয়া

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কামিন্সের এই ক্যাচের ভিডিও। সারা বিশ্বের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, সাধারণ ক্রিকেটপ্রেমীরা এই ক্যাচ দেখে মুগ্ধ। অনেকেই বলছেন, ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ক্যাচ নিয়েছেন কামিন্স। সর্বকালের সেরা ক্যাচ কি না, সে বিষয়ে তর্ক চলবে। তবে কামিন্স যে সর্বকালের অন্যতম সেরা ক্যাচ নিয়েছেন, সে বিষয়ে কোনও সংশয় নেই।

Scroll to load tweet…

ঘরের মাঠে চাপে ওয়েস্ট ইন্ডিজ

গ্রেনাদার (Grenada) সেন্ট জর্জেসের (St Georges) ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (National Cricket Stadium) দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ হচ্ছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। সর্বাধিক ৬৩ রান করেছেন অ্যালেক্স কেরি (Alex Carey)। বিউ ওয়েবস্টার (Beau Webster) করেন ৬০ রান। এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৭৪ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।