সংক্ষিপ্ত

আইপিএল-এর (IPL) নয়া মরশুম এবং মেগা অকশন শুরুর আগেই যেন নিজেদের আরও একটু বেশি গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

আইপিএল-এর (IPL) নয়া মরশুম এবং মেগা অকশন শুরুর আগেই যেন নিজেদের আরও একটু বেশি গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

উল্লেখ্য, মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েই কেকেআর-এর (KKR) ট্রফি খরা কাটিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রায় ১০ বছর পর, নাইটদের আইপিএল জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। আর বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছেন গম্ভীর।

তারপর থেকেই দলে নেই কোনও মেন্টর। সূত্রের খবর, ফের এক প্রাক্তন নাইট ক্রিকেটারকেই মেন্টর হিসেবে আনতে চাইছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট, জানা যাচ্ছে, তাঁর সঙ্গে ইতিমধ্যেই কথা শুরু করে দিয়েছে কেকেআর।

প্রসঙ্গত, জাতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পরই, নতুন মেন্টর নিয়োগের ক্ষেত্রে তৎপর কলকাতা নাইট রাইডার্স। প্রাথমিকভাবে নাইট ম্যানেজমেন্টের পছন্দে ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্বকাপজয়ী কোচ অবশ্য কয়েকদিন আগেই যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে।

ক্রিকেটারের পর এবার রাজস্থান রয়্যালসের কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে। আর তারপর থেকেই শোনা যাচ্ছে যে, গম্ভীরের মতো কোনও এক প্রাক্তন নাইটকেই আনা হবে নতুন মেন্টরের জায়গায়।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, জ্যাক কালিসকে (Jacques Kallis) মেন্টর হিসেবে চাইছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, কেকেআরের হয়ে দুবার আইপিএল জিতেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। গত ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গম্ভীরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন কালিস। আর তারপর ২০১৫ সালে তিনি ছিলেন নাইটদের ব্যাটিং পরামর্শদাতা। এমনকি, ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কেকেআর হেড কোচের দায়িত্বও সামলেছেন কালিস।

তবে আবার সম্ভবত তিনি ফিরতে চলেছেন পুরনো ঠিকানায়। সূত্রের খবর, ইতিমধ্যেই কালিসের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শেষপর্যন্ত, কেকেআর-এর মেন্টর গম্ভীরের উত্তরসূরি কে হবেন, সেইদিকে সবার নজর রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।