World Test Championship 2025: শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর ঠিক তার ২৪ ঘণ্টা আগেই দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
World Test Championship 2025: ঐতিহাসিক লর্ডসে বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (world test championship 2025)। আর ঠিক তার ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
নিঃসন্দেহে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ হতে চলেছে
মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর অনেক আগেই কিন্তু দুই দলই প্রথম একাদশ জানিয়ে দিল। যদিও ফাইনালের আগে উঠছে অন্য প্রশ্ন। ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কারা?
উল্লেখ্য, আগামী ১১-১৫ জুন আকাশ বেশ মেঘলা থাকার কথা। অন্যদিকে, দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা। তবে ১৬ জুন, রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় বা ম্যাচ ড্র হয়ে যায়, তাহলে যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জেতেনি দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার সেই খরা কাটাতে মরিয়া প্রোটিয়ারা। প্রসঙ্গত, গত ২০২৩ সালে ভারতকে হারিয়ে এই ট্রফি জেতে অস্ট্রেলিয়া। তাই এবার দ্বিতীয়বারের জন্য খেতাব জয়ের লক্ষ্যে নামবে তারা।
দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন?
অস্ট্রেলিয়াঃ উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশাং, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজ়েলউড
দক্ষিণ আফ্রিকাঃ টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মূল্ডার, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরিন, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

