সংক্ষিপ্ত

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের যা পরিস্থিতি, তাতে ভারতের ঘুরে দাঁড়ানো কঠিন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারতীয় দল। দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫১। ২৯ রান করে অপরাজিত অজিঙ্কা রাহানে। তাঁর সঙ্গে ক্রিজে কে এস ভরত (৫)। চোয়াল চাপা লড়াই চালাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ৫১ বলে ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে নাথান লিয়নের বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান জাদেজা। দিনের শেষদিকে এই উইকেট ভারতীয় দলের উপর চাপ বাড়িয়েছে। রাহানেই এখন ভরসা। এই অভিজ্ঞ ব্যাটার যতক্ষণ ক্রিজে থাকবেন ততক্ষণই ভারতীয় দল লড়াইয়ে থাকবে।

বৃহস্পতিবার ভারতীয় দলের তারকা ব্যাটাররা দলকে ভরসা দিতে ব্যর্থ হন। অধিনায়ক রোহিত শর্মা ও উদীয়মান তারকা শুবমান গিল ব্যাটিং ওপেন করতে নামেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৩০ রান। ১৫ রান করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে এলবিডব্লু হয়ে যান। শুবমান ১৩ রান করে স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়ে যান। ১৪ রান করে ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হয়ে যান চেতেশ্বর পূজারা। ১৪ রান করে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট কোহলি। ৭১ রানে ৪ উইকেট হারায় ভারতীয় দল। এরপর লড়াই শুরু করেন জাদেজা ও রাহানে। তাঁরা দলের রান ১৪২ পর্যন্ত নিয়ে যান। দিনের শেষপর্যন্ত জাদেজা ক্রিজে থাকলে ভারতীয় দলের সুবিধা হত। কিন্তু এই অলরাউন্ডার আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।

৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের প্রথম ওভারেই শতরান পূর্ণ করেন স্মিথ। তবে প্রথম দিনের অপরাজিত দুই ব্যাটার স্মিথ ও ট্রেভিস হেড এদিন খুব বেশি রান করতে পারেননি। ১৬৩ রান করে আউট হয়ে যান হেড। ১২১ রান করে আউট হয়ে যান স্মিথ। ৪৮ রান করেন অ্যালেক্স কেরি। কামিন্স করেন ৯ রান। ক্যামেরন গ্রিন ৬, স্টার্ক ৫, লিয়ন ৯ রান করেন। ১ রান করে অপরাজিত থাকেন বোল্যান্ড। 

ভারতের হয়ে ১০৮ রান দিয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ১২২ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সামি। ৮৩ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৫৬ রান দিয়ে ১ উইকেট নেন জাদেজা।

আরও পড়ুন-

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১১১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ-হেড

WTC Final 2023: আবহাওয়া দেখেই অতিরিক্ত পেসার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সাফাই বোলিং কোচের

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস