T20 World Cup 2026: বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন তারকা যুবরাজ নিজেই সঞ্জুকে ট্রেনিংয়ের জন্য ডেকে পাঠান। আপাতত দুদিন যুবরাজ সিং-এর সঙ্গেই থাকবেন সঞ্জু।

T20 World Cup 2026: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অন্যতম তারকা সঞ্জু স্যামসনকে ব্যাটিং প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের আরেক প্রাক্তন তারকা যুবরাজ সিং (Sanju Samson T20 World Cup preparation)। পাওয়ার-হিটার যুবরাজের দেওয়া প্রশিক্ষণ আদতে সঞ্জুর জন্য উপকারী হবে বলেই মনে করছেন অনেকে (t20 cricket world cup 2026 teams)। 

যুবরাজের টিপস তাঁর অনেকটাই কাজে লাগবে

ফুটওয়ার্ক এবং ব্যাটিং পদ্ধতি নিয়ে এবার সঞ্জুকে ক্লাস করাচ্ছেন যুবরাজ। সেই প্রশিক্ষণের ভিডিও সামনে আসতেই ক্রিকেট ফ্যানরা রীতিমতো উত্তেজিত। একটা লম্বা বিরতির পর, বিশ্বকাপে ওপেনারের ভূমিকায় ফিরে এসেছেন সঞ্জু এবং বিশ্বকাপে নামার আগে যুবরাজের টিপস তাঁর অনেকটাই কাজে লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন তারকা যুবরাজ নিজেই সঞ্জুকে ট্রেনিংয়ের জন্য ডেকে পাঠান। আপাতত দুদিন যুবরাজ সিং-এর সঙ্গেই থাকবেন সঞ্জু। সবথেকে বড় বিষয় হল যে, ভারতীয় দলের আরেক ওপেনার অভিষেক শর্মা এবং ভারতের একদিনের ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলও যুবরাজ সিং-এর শিষ্য। খাতায় কলমে কোচ না হলেও, টিম ইন্ডিয়ার 'সিক্সার কিং' যুবরাজ কিন্তু একাধিক তরুণ ক্রিকেটারের মেন্টর হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

যদিও এশিয়া কাপে শুভমান ওপেন করার ফলে, টি-টোয়েন্টি দলে মিডল অর্ডারে খেলা সঞ্জু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে, আবার ওপেনার হিসেবে মাঠে নামেন। কিন্তু বিশ্বকাপের দল থেকে গিলকে নির্বাচকরা বাদ দেওয়ায়, সঞ্জু আবারও ওপেন করতে নামবেন বলে খবর। 

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সঞ্জু ওপেনার এবং দলের এক নম্বর উইকেটকিপার-ব্যাটার হিসেবে জায়গা পাকা করে নিয়েছেন।

Scroll to load tweet…

অপরদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে কেরালার হয়ে দুটি ম্যাচ খেলে সঞ্জু সেঞ্চুরি করে নিজের ফর্ম প্রমাণ করেছেন। এই ফর্ম বিশ্বকাপেও ধরে রাখতে পারবেন বলে সঞ্জু আশাবাদী। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।